E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় চায়না বাংলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

২০১৬ জানুয়ারি ২৭ ১৯:১৯:৩৯
সাতক্ষীরায় চায়না বাংলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চায়না-বাংলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে বেলুন ও ফেুস্টন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ।

এসময় আরোও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদ্য বিদয়ী পৌর মেয়র এমএ জলিল, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদ্দাছছের হোসেন, চায়না-বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পওিরচালক একেএম আনিছুর রহমান, সফট রক গ্রুপের চেয়ারম্যান ইমাদুল ইসলাম প্রমুখ।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে সাতক্ষীরার টাউন স্পোর্টিং ক্লাব ও খুলনার বয়রা তরুণ সংঘ।

এদিকে, দ্বিতীয় বারের মতো চায়না-বাংলা ক্রিকেট টুর্নামেন্ট সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে গড়ানোয় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে দর্শক-শ্রোতাদের মাঝে। সকাল থেকেই মাঠের চারপাশে কানায় কানায় ভরে ওঠে দর্শক-শ্রোতা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রিকেট খেলার উর্বর ভূমি সাতক্ষীরার মাটি। এখানে জন্ম নিয়েছে সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, রবিউল ইসলাম সিবলু সহ দেশ বরেণ্য ক্রিকেটার। তাদের খেলার চমকে দেশের মান বাড়ার সাথে সাথে সাতক্ষীরার মানও বেড়েছ ।

ক্রিকেট খেলা বর্তমান বাংলাদেশের মান বাড়িয়েছে। ক্রিকেট খেলাকে সর্বাধিক গুরুত্ব দেওয়ায় চায়না বাংলা ক্রিকেট টূর্ণামেন্টের আয়োজকদের কে ধন্যবাদ জানান।

(আরএনকে/এস/জানুয়ারি২৭,২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test