E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় কৃষক সমিতি’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

২০১৬ জানুয়ারি ২৮ ১৫:২২:৫৯
জাতীয় কৃষক সমিতি’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় ৬ষ্ঠ জাতীয় কৃষক সম্মেলন উপলক্ষে কেন্দ্রীয় কমিটির আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজার সংলগ্ন ১৪দলের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কৃষক নেতা আমিনুল ইসলাম গোলাপ।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, আগামী ৩০ ও ৩১ জানুয়ারি নড়াইলের লোহাগড়ার লক্ষ্মীপাশার মোল্যার মাঠে কৃষক সম্মেলন করার জন্য সারাদেশে ৫০টি জেলায় কর্মতৎপরতা চলছে। ইতোমধ্যে ২০টি জেলায় সম্মেলন করা হয়েছে। ৩০টি জেলায় পূর্ণাঙ্গ সম্মেলন করার সম্ভব হয়নি, সেখানে উপজেলা ও ইউনিয়ন সমূহে প্রতিনিধিসভা ডেকে প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। ৬০ থেকে ৭০ হাজার সদস্য সংগ্রহ করা হয়েছে। আসন্ন কেন্দ্রীয় কৃষক সম্মেলনে ১০ হাজার কৃষকের সমাবেশ করার পরিকল্পনা রয়েছে। সম্মেলনে সারা দেশের ৬’শ থেকে ৭’শ ‘প্রতিনিধি’ কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করবেন।

সম্মেলনকে উৎসর্গ করা হয়েছে কিংবদন্তী কৃষক নেতা অমল সেন স্মরণে এবং আশির দশকে লোহাগড়ার কৃষক আন্দোলনের শহীদ হাফিজার মোল্যার স্মৃতি রক্ষার্থে তোরণ নির্মাণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কৃষক নেতা নুরুল হাসান, সহ-সভাপতি কৃষক নেতা মাহমুদুল হাসান মানিক, নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, কৃষক সমিতি নড়াইল জেলা শাখার সভাপতি মনিউর রহমান জিকু প্রমুখ।


(আরএম/এস/জানুয়ারি২৮,২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test