E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে শুরু হয়েছে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

২০১৬ জানুয়ারি ২৮ ১৭:৩০:১৭
গোপালগঞ্জে শুরু হয়েছে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। শেখ ফজলুল হক মনি অডিটোরিয়মে বৃহস্পতিবার বিকেলে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী শনিবার পর্যন্ত।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত এ সাংস্কৃতিক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

গোপালগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ এন এম মাঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধূরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান ও অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদি এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ।

অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার গুণী শিল্পীদের গোপালগঞ্জ জেলা শিল্পকলা একডেমী সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন-সংগিত শিল্পী বিপুল কুমার দাস, যাত্রা শিল্পী সুকলাল ভক্ত, নাট্যকার সনোজ কুন্ডু, বাদ্য যন্ত্রী এ্যাডভোকেট তপন কুমার সরকার ও আবৃতিকার মোঃ মোস্তাফিজুর রহমান সেলিম।

সাংস্কৃতিক উৎসবের প্রথম দিনে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পী ও কলাকূশলীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এ্যাক্রোবেটিক দলের এ্যাক্রোবেটিক শো প্রদর্শনের মধ্য দিয়ে প্রথম দিনের বর্নাঢ্য সাংস্কৃতিক আয়োজনের সমাপ্তি হয়। অনুষ্ঠানে আগত দর্শক শ্রোতারা দীর্ঘদিন পর একটা মনমুগ্ধকর অনুষ্ঠান দেখতে পেরে খুশি হন এবং এধরনের অনুষ্ঠান আরো বেশী করে করা দরকার বলে মত প্রকাশ করেন।

জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল-মামুন-বিন-সালেহ ও জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদি জানিয়েছেন, সাংস্কৃতিক উৎসবের ২য় দিন শুক্রবার বিকেলে কোটালীপাড়া ও কাশয়ানী উপজেলা শিল্পকলা একাডেমী, গোপালগঞ্জের সাংস্কৃতিক সংগঠন রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, ত্রিবেণী গন সাংস্কৃতিক সংস্থা ও সুর সন্ধান শিল্পী গোষ্ঠি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।

সাংস্কৃতিক উৎসবের শেষ দিন শনিবার বিকেলে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমী, গোপালগঞ্জের সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পী গোষ্ঠি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও চন্দ্রিমা শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।

(এমএইচএম/এএস/জানুয়ারি ২৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test