E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় হামলায় জখম মুজিবরের মৃত্যু

২০১৬ জানুয়ারি ৩১ ১৩:০৪:৩১
সাতক্ষীরায় হামলায় জখম মুজিবরের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি : বিরোধপূর্ণ জমিতে বোরো চাষ করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জখম মুজিবর রহমান সরদারের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাতটার দিকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মুজিবর রহমান সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাড়ি গ্রামের মৃত আফছার সরদারের ছেলে।
অভিযোগ, গত শুক্রবার সকাল ১০টায় প্রতিপক্ষের হামলায় মুজিবর রহমান সরদারসহ তার পরিবারের চারজন জখমের ঘটনায় আবু হাসান বাদি হয়ে থানায় অভিযোগ দিলেও মামলা নেননি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।

গোবরদাঁড়ি গ্রামের আবু হাসান জানান, গোবরদাড়ি মৌজার পোড়ামাঠ বিলে তাদের কেনা জমি হাফিজুর রহমান হত্যা মামলার আসামী তৈয়বুর রহমানসহ তাদের লাঠিয়ান বাহিনী শুক্রবার সকাল ১০টার দিকে জবরদখল করে বোরো ধান লাগাতে গেলে তারা বাধা দেন। এতে তার বাবাসহ চারজন জখম হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। আশঙ্কাজনক অবস্থায় তার বাবা মুজিবর রহমানকে(৫২) শনিবার রাত ৮টার দিকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালের সার্জিকাল ১নং ওয়ার্ডে ভর্তি করা হয়। রোববার সকাল ৭টার দিকে সেখানে চিকিৎসাধীন স্থায় বাবার মৃত্যু হয়।

তিনি অভিযোগ করে বলেন, হামলার ঘটনায় শুক্রবার সন্ধায় তিনি বাদি হয়ে তৈয়বুর রহমান, হাবিবুর রহমানসহ নয়জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দিলেও শনিবার রাত পর্যন্ত মামলাটি রেকর্ড করেননি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এমদাদুল হক।

খুলনা ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক ডাঃ জু্ইঁ জানান, আঘাত জনিত কারণে মুজিবরের মস্তিকে রক্তক্ষরণ হয়। এ অবস্থায় কোমায় পরিলত হওয়ায় রোববার সকালে তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখের সঙ্গে তার মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, গত শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাড়ি গ্রামের পোড়ার মাঠ বিলে মুজিবর রহমান সরদার ও তৈয়বুর রহমান সরদারের মধ্যে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন জখম হয়। এর মধ্যে নয়জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় উভয়পক্ষ থেকে শুক্রবার পৃথক দু’টি অভিযোগ দায়ের করা হলে কোন অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেনি পুলিশ।


(আরএনকে/এস/জানুয়ারি৩১,২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test