E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিক্ষিকা ডাস্টার ছুড়ে আহত করল ৪র্থ শেণির ছাত্রকে

২০১৬ ফেব্রুয়ারি ০১ ২১:৪৯:২৩
শিক্ষিকা ডাস্টার ছুড়ে আহত করল ৪র্থ শেণির ছাত্রকে

পাথরঘাট(বরগুনা)প্রতিনিধি :বরগুনার পাথরঘাটায় ৪র্থ শ্রেনির এক ছাত্রকে ডাস্টার ছুড়ে আহত করেছে বিদ্যালয়ের শিক্ষিকা। আহত শিক্ষার্থী মো. জিহাদকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধান শিক্ষকের দাবি ছাত্র পেটান হয়নি কিন্তু শিক্ষা কর্মককর্তা বলেছেন কোন আবেদন পেলে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলার ৫৮ নম্বর খাসতবক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র মো. জিহাদের মা খাদিজা বেগম সোমবার (১ ফেব্রুয়ারী) বিকালে জানান, তার ছেলেকে রবিবার রাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

শনিবার জিহাদের বিদ্যালয়ের শিক্ষিকা মাকসুদা বেগম রাগান্বিত হয়ে তার প্রতি একটি ডাস্টার সজোরে ছুঁড়ে মারলে জিহাদ আহত হয়। ডাস্টারটি তার চোখে লাগে, চোখ ফুলে ওঠে , রাতে জিহাদের কয়েকবার বমি হয়। জিহাদের মা টেলিফোনে ফোনে রবিবার বিকালে জানান, তার ছেলে ভাল ভাবে চোখ মেলতে পারেনা।

জিহাদের মা সাংবাদিকদের জানান, আহত করে তার ছেলেকে বাড়িতে আটকে রাখে। খালি পেটে ব্যাথা নাশক ডাইক্লোফেন ও প্যরাসিটামল খেতে দেন। বাড়িতে গিয়ে মাকে কিচু বলতে বারণ করা হয়।

সহকারি শিক্ষিকা মাকসুদা বেগমকে তার মোবাইল ফোনে একাধিক বার ফোন করেও তার সাথে কথা বলা যায়নি। এব্যাপারে ওই প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার বলেন, তিনি তখন বিদ্যলয়ে ছিলেন না। ঘটনাটি শুনে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন। এবং ওই ছাত্রকে ডাস্টার ছুড়ে নয় বরং ডাস্টারের আঁচড় লেগেছে মাত্র।

এদিকে আহত শিক্ষার্থীর মামা মো. টিপু জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অপর ২ সহকাারি শিক্ষক সম্পর্কে ননদ জা এবং বিদ্যলয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অভিযুক্ত শিক্ষক খাদিজা বেগমের চাচা শশুর সুতরাং অভিযোগ দিলেও সুবিচার পাওয়ার সুযোগ কম।

পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল আহমেদ জানান, তিনি ঘটনাটি শুনেছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন।


(এমএসআই/এস/ফেব্রুয়ারি০১,২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test