E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হিন্দু পরীক্ষার্থীর প্রবেশপত্রে ইসলাম ধর্ম লেখা!

২০১৬ ফেব্রুয়ারি ০৭ ১৭:৪১:৫৩
হিন্দু পরীক্ষার্থীর প্রবেশপত্রে ইসলাম ধর্ম লেখা!

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি  :বরগুনার পাথরঘাটায় এসএসসি হিন্দু ধর্মালম্বি পরীক্ষার্থীর প্রবেশপত্রে বিষয়ের কলামে ইসলাম ও নৈতিক শিক্ষা  লেখা । আজ রোববার (৭র্ফেরয়ারি) সরজমিন পাথরঘাটা কে.এম. মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৩ পরীক্ষার্থীর প্রবেশ পত্রে দেখা গেছে এ চিত্র। সংশোধনের দোহাই দিয়ে টাকা আদায়ের অভিযোগ।  শিক্ষার্থী ও অভিভাকগণ শংকিত। শিক্ষা বোর্ড বলছে সংশোধন করে দেয়া হবে।

পরীক্ষার্থীরা হলো, উপজেলার হাতেমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সুপ্রিয় ভট্টাচার্য, সৌরভ চক্রবর্তী ও আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ইতি রায়।

চলতি মাসের ১ তারিখ থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে তিন জন হিন্দু ধর্মালম্বীর প্রবেশপত্রে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার (বিষয় কোড ১১২) স্থলে ইসলাম ও নৈতিক শিক্ষা (বিষয় কোড ১১১ ) লেখা হয়েছে। সরজমিন পাথরঘাটা কে.এম. মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে গিয়ে জানা যায়, আজ রোববার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলছে। আগামী ১১ফেব্রুয়ারি বৃহস্পতিবার ইসলাম ও নৈতিক শিক্ষা (ইসলাম ধর্ম) ও হিন্দু ধর্মালম্বীদরে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ অবস্থায় ওই তিন পরীক্ষার্থীসহ অভিভাবকদের মধ্যে হতাশা বিরাজ করছে। পরীক্ষার্থী ইতির বাবা মি. সন্তোষ রায় বলেন, পরীক্ষার রেজিষ্ট্রেশন ও প্রবেশ পত্রে এ রকমের ভুল একটি জীবনের জন্য অনেক হুমকি। এ মুহুর্তে আমাদের মধ্যে হতাশা বিরাজ করছে। আর মেয়ের কথাতো বলার অপেক্ষা রাখে না। পরীক্ষার্থী ইতির কাছে জানতে চাইলে তিনি বলেন, এটি আমার জীবনের জন্য একটি হুমকি ও লেখাপড়ার জীবনে বড় বাঁধা। যদি বোর্ড থেকে সংশোধন হয়ে আসে তাহলেতো কপাল ভালো। ইতি রায়ের বাবা দাবি করেছেন বিদ্যলয়ের প্রধান শিক্ষক সংশোদনের জন্য ১৫শ টাকা দাবি করে এক হাজার টাকা নিয়েছেন।

পাথরঘাটা কে.এম. মাধ্যমিক বিদ্যালয়ের হল সুপার ও প্রধান শিক্ষক আ. হালিম খন্দকার বলেন, গত ১৮ জানুয়ারি প্রবেশপত্র পাওয়ার পরই সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রবেশপত্রে ভুল থাকলে সংশোধনের জন্য বলা হয়েছে। যারা সংশোধন করেনি তাদের জন্য বোর্ডের নির্ধারিত প্রতিটি পরীক্ষায় ২শ টাকা করে জরিমানাও নির্দেশনা রয়েছে।

হাতেমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শামিম আহসান বলেন, আমরা সকল পরীক্ষার্থীর রেজিষ্ট্রেশন ও প্রবেশপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করে অফিস সহকারিকে বারবার দেখানোর পর চূড়ান্ত করা হয়েছে। তারপরেও আমাদের অসতর্কতার কারণে ভুল হয়েছে, আমরা আগামীকালই (সোমবার) বরিশাল শিক্ষা বোর্ডে গিয়ে সংশোধন করে নিয়ে আসবো।

পাথরঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা আলম বলেন, এ ভুলটি মুলত সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানের ওপরই বর্তায়। ১১ তারিখের আগে সংশোধন করতে না পারলে ওইদিন হিন্দু ধর্ম পরীক্ষায় তাদের অংশগ্রণর করতে দেয়া যাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি বোর্ডের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে পরবর্তী কার্যক্রম নেয়া করা হবে।
আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল জব্বার সংশোধনের জন্য কোন টাকা নোর কথা অস্বীকার করেন।

এ বিষয় বরিশাল মাধ্য ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ মো. শাহ আলমগীর টেলিফোনে জানান, যেকোন ধরনের ভুল সংশোধনের জন্য সময় দেয়া হয়ে ছিল। যারা করেন নি তাদের দায়িত্বে বোর্ডে আসলে বা অন লাইনে আবেদন করলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। কোন আশংকার কারন নেই।


(এমএসআই/এস/ফেব্রুয়ারি০৭,২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test