E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্থানীয় সরকার শক্তিশালী করণে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত

২০১৬ ফেব্রুয়ারি ১৬ ১৭:২৩:০০
স্থানীয় সরকার শক্তিশালী করণে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি : গণতান্ত্রিক বিকেন্দ্রীকরন নীতি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের সমন্বিত আইনের দাবিতে মঙ্গলবার দুপুরে নড়াইলে মানববন্ধন করা হয়েছে।

গভার্নেন্স এডভোকেসী ফোরাম, নড়াইল জেলা প্রচারাভিযান কমিটির আয়োজনে নড়াইল আদালত সড়কে মানব বন্ধনে বিভিন্ন ইউনিয়ন পরিষদ সদস্য, পৌরসভা কাউন্সিলরসহ স্থানীয় সরকারে কর্মরত নানা সংগঠনের লোকেরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি এড.রওশন আরা কবীর,আশার আলো ফাউন্ডেশনের আফরোজা খাতুন,নারী নেত্রী আঞ্জুমান আরা, এড.রোকেয়া খাতুন, ডেমক্রেসী ওয়াচের জেলা সমন্বয়কারী রেজাউল করীম,নবান্নের লায়লা সুমন,মাইজপাড়া ইউপি সদস্য পিয়ারী বেগম প্রমুখ।

বক্তরা বলেন, দেশে এখন উন্নয়ন হলে ও জবাব দিহিতা নিশ্চিত করতে না পারলে উন্নয়নের ফল ভোগ করা যাবে না। এতে করে সুষম উন্নয়ন করা সরকারের পক্ষে সম্ভব হবে না। স্থানীয় চাহিদা বিবেচনা করে অংশগ্রহনমূলক উন্নয়ন পরিকল্পনা করার জন্য স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠানের সমন্বিত আইন প্রয়োজন।

মানববন্ধন শেষে নড়াইল জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।

(টিএআর/এএস/ফেব্রুয়ারি ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test