E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ার ওসি হিসেবে  দায়িত্ব পেলেন বিপ্লব কুমার সাহা

২০১৬ ফেব্রুয়ারি ১৭ ১৫:১৪:০৭
লোহাগড়ার ওসি হিসেবে  দায়িত্ব পেলেন বিপ্লব কুমার সাহা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পেলেন বিপ্লব কুমার সাহা। পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশে তিনি আজ বুধবার সকালে এ দায়িত্ব পান।

বিপ্লব কুমার সাহা ১৯৭৪ সালের ২৫ জুলাই খুলনা জেলার তেরখাদা উপজেলার এক সভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম রমেশ চন্দ্র সাহা এবং মাতার নাম উমা সাহা। দুই ভাইয়ের মধ্যে বিপ্লব সাহা কনিষ্ট। ১৯৯০ সালে তিনি খুলনা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন।

১৯৯২ সালে খুলনা আযম খান কমার্স কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৯৩ সালে আযম খান কমার্স কলেজ থেকে তিনি বাণিজ্য বিষয়ে স্নাতক (পাশ) করেন এবং ঐ প্রতিষ্ঠান থেকে ১৯৯৬ সালে তিনি এমকম ডিগ্রী লাভ করেন। ২০০১ সালে তিনি উপ-পরিদর্শক (এস আই) পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১৪ সালে ২৪মে তিনি অফিসার ইনচার্জ (তদন্ত) হিসেবে লোহাগড়া থানায় যোগদান করে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশে তিনি বুধবার সকালে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পান। এক প্রতিক্রিয়ায় বিপ্লব কুমার সাহা বলেন, ‘উপজেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য সদা সচেষ্ট থাকবো’।

(আরএম/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test