E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাষা শহীদদের স্মরণে নড়াইলে লাখো প্রদীপ প্রজ্জ্বলন

২০১৬ ফেব্রুয়ারি ২১ ২০:২৮:৩৩
ভাষা শহীদদের স্মরণে নড়াইলে লাখো প্রদীপ প্রজ্জ্বলন



নড়াইল প্রতিনিধি :‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’-এ স্লোগানে নড়াইলে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ খেলার মাঠে লাখো প্রদীপ প্রজ্জ্বলন করে ভাষাসৈনিকদের স্মরণ করা হয়। একটি, দু’টি নয়-লাখো মোমবাতি প্রজ্জ্বলন করে পালন করা হয় অমর একুশে। মুহূর্তেই অন্ধকার ছাপিয়ে মোমের আলোয় আলোকিত হয়ে যায় বিশাল মাঠ। মোমবাতি প্রজ্জলনের মধ্য দিয়ে বর্ণমালা, অল্পনাসহ বাংলাদেশের নানান ঐতিহ্য তুলে ধরা হয়।


ভাষা শহীদদের স্মরণে ১৯৯৮ সালে নড়াইলে এই ব্যতিক্রমী আয়োজন শুরু হয়। প্রথমবার ১০ হাজার মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হলেও প্রতিবছর এর ব্যপ্তি বেড়েছে। এ বছর ৬ একর জায়গাজুড়ে এক লাখ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। ওড়ানো হয় ৬৫টি ফানুস। বিশাল এই আয়োজন দেখতে দুর-দুরান্ত থেকে হাজারো মানুষ নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ খেলার মাঠে আসেন। বর্ণিল আলোয় আলোকিত হন সবাই।

দু’দিন ধরে তিন হাজার স্বেচ্ছাসেবী লাখো মোমবাতি দিয়ে সাজিয়ে তোলেন পুরো মাঠ। আর ২১ ফেব্রুয়ারির সন্ধ্যায় মোমবাতিগুলো প্রজ্জ্বলন করে আলোকিত করা হয় নড়াইল ভিক্টোরিয়া কলেজের বিশাল মাঠ। মোমবাতির আলোয় দৃষ্টিনন্দন হয়ে ওঠে চারিদিক। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অঙ্গীকারসহ সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত দেশ গড়ার প্রত্যয় করেন আয়োজকরা।


(টিএআর/এস/ফেব্রুয়ারি২১,২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test