E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় ২ বিদ্রোহী সহ চেয়ারম্যান প্রার্থী ৩১জন

২০১৬ ফেব্রুয়ারি ২২ ২০:৫৫:১০
পাথরঘাটায় ২ বিদ্রোহী সহ চেয়ারম্যান প্রার্থী ৩১জন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি :বরগুনার পাথরঘাটায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলার ৭টি ইউনিযনের প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে ২ জন মহিলা সহ প্রার্থী  হয়েছেন ৩১জন। মা ও পুত্র  উভয়ে প্রার্থী হয়েছেন এক ইউনিয়নে । সংরক্ষিত ২১ আসনের বিপরীতে  প্রার্থী হয়েছে চারগুন।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে স্ব স্ব ইউনিয়নের রিটানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন চেয়ারম্যান , সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা। মনোনয়ন জমা কালে চেয়ারম্যান প্রার্থীরা কর্মী সমর্থক মিছিল নিয়ে ম্লোগান দিয়ে আসে ।

দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাদের দেয়া তথ্য মতে, পাথরঘাটা উপজেলায় চেয়ারম্যান পদে ৩১জন প্রার্থীতা জমা দেন। এর মধ্যে ২ জন নারী প্রার্থী। এরা হলেন কালমেঘা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বেগম নূর আফরোজ হেপী এবং চরদুয়ানী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বিএনপি দলীয় মনোনিত প্রার্থী মো. কামরুল ইসলামের মা খাদিজা বেগম। স্থানীয়রা জানালেন কামরুল তার মাকে ডামি হিসেবে দাড় করিয়েছেন। ফোনে কামরুল ইসলামের সাথে কথা বলা সম্ভব হয়নি।

আওয়ামী লীগের প্রতি ইউনিয়নে এক জন করে মনোনিত প্রার্থী ছাড়াও মনোনয়ন বঞ্চিত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকন মো. শহিদ কালমেঘা ইউনিয়ন থেকে স্বতন্ত্র, এবং বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী কাকচিড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. বশির আহমেদ শিকদার প্রার্থী হয়েছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন(চরমোনাই) থেকে।

এছাড়া ইসলামী শাাসনতন্ত্র আন্দোলন (চরমোনাই) থেকে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টি উপজেলা শাখার সহ-সভাপতি মো.ইমাম হোসেন বাবুল।

উপজেলার সাতটি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২৬৪ সদস্য প্রার্থী ও সংরক্ষিত ২১টি আসনের বিপরীতে ৮৪ জন নারী প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

সদর ইউনিয়নের বিএনপি প্রার্থী মতিউর রহমান মোল¬া, কালমেঘা ইউনিয়নের নুর আফরোজ হেপী, চরদুয়ানী ইউনিয়নের কামরুল ইসলাম দাবি করেন, সরকারি দলের প্রার্থীরা মিছিল সহকারে প্রার্থীতা জমা দানের জন্য আসে। এব্যপারে কালমেঘা ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় প্রার্থী গোলাম নাসির দাবি করেন, তাদের সাথে ইউনিয়নের কোন লোক আসেনি পৌর সভার লোক জন কেউ থাকতে পারে। এ ব্যাপারে পাথরঘাটা নির্বাচন অফিসার ও ইউপি নির্বাচনের রির্টানিং অফিসার মোঃ মনিরুজ্জামান জানান, আমি মনোনয়নপত্র জমা নেয়ায় ব্যাস্ত ছিলাম কে বা কাহারা মিছিল দিয়েছে তা আমার জানা নেই। তবে বিষয়টি আমি তদন্ত করে সত্যতা পেলে যারা আচারণ বিধি লঙ্গন করেছে তাদেও বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২ মার্চ। এসব ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ মার্চ।



(এমএসআইকে/এস/ফেব্রুয়ারি২২,২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test