E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৫৭ বাংলাদেশীকে জিরোপয়েন্ট থেকে ফেরত দিয়েছে বিএসএফ

২০১৬ মার্চ ০১ ১৫:৩৫:৫৯
৫৭ বাংলাদেশীকে জিরোপয়েন্ট থেকে ফেরত দিয়েছে বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি : দীর্ঘ তিনমাস ১৮ দিন ভারতে কারাভোগের পর ৫৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী  বাহিনী  বিএসএফ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী এলাকার সীমান্ত নদী কালিন্দির শূন্যরেখা বরাবর ভারতের শমসেরনগর ক্যাম্পের বিএসএফ বাংলাদেশের কৈখালী বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্যদের কাছে তাদের হস্তান্তর করে। ফিরে আসা জেলেদের সকলের বাড়ি কক্সবাজার ও নোয়াখালী জেলায়। এসময় জেলেদের ব্যবহৃত দুইটি নৌকাও হস্তান্তর করে বিএসএফ।

ফিরে আসা জেলে আব্দুল আমিন জানান, দীর্ঘ তিনমাস ১৮ দিন আগে ঘন কুয়াশার মধ্য দিয়ে তারা বাগেরহাটের মংলা বন্দর সংলগ্ন এলাকার রায়পুর নদীতে মাছ ধরতে গিয়ে ভারতের অংশে ঢুকে পড়েন। এ সময় বিএসএফ তাদের আটক করে।

শ্যামনগরের কৈখালী বিজিবি ক্যাম্পের সুবেদার জসিমউদ্দিন জানান, ভারতের কারাগারে থাকা ৫৭জন বাংলাদেশি জেলেকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় ভারতের পক্ষে ৩ বিএসএফ ব্যাটালিয়নের এসি গিরিশ চন্দ্র, শমসেরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকেশ চ্যাটার্জী, সুন্দরবন কোস্টাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান এবং বাংলাদেশের পক্ষে ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর আব্দুল্লাহ আল মামুন ও শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন উপস্থিত ছিলেন।

(আরকে/এএস/০১ মার্চ, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test