E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দৈনিক সত্যপাঠ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে সমন জারির নির্দেশ

২০১৬ মার্চ ০৩ ২০:৫৬:২৬
দৈনিক সত্যপাঠ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে সমন জারির নির্দেশ

সাতক্ষীরা প্রতিনিধি : এক সাংবাদিকের বিরুদ্ধে সম্মানহানিকর প্রতিবেদন প্রকাশের অভিযোগে দায়েরকৃত মামলায় দৈনিক সত্যপাঠ পত্রিকার সম্পাদক, প্রকাশক ও সাতক্ষীরা জেলা প্রতিনিধির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহষ্পতিবার সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক মোর্শেদুল আলম এ নির্দেশ দেন।

আসামীরা হলেন, যশোর থেকে প্রকাশিত দৈনিক সত্যপাঠ পত্রিকার সম্পাদক হারুন অর রশীদ, প্রকাশক মাসুমা আক্তার ও ওই পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আবু সাঈদ। ঘটনার বিবরণে জানা যায়, গত ৩ ডিসেম্বর রাত ৮টার দিকে সাতক্ষীরা শহরের কামাননগরে আওয়ামী লীগ নেতা অ্যাড. আবু বক্কর ছিদ্দিকির বাড়ির ভাড়াটিয়া তিয়ানশি মাল্টি ন্যাশনাল কোম্পানীর অফিস সহকারি মাহাফুজুর রহমানের কাছে দাবিকৃত চাঁদা আনতে যায় দৈনিক সত্যপাঠের সাতক্ষীরা প্রতিনিধি পরিচয়দানকারি আবু সাঈদ ও তার চাচাত ভাই দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি পরিচয়দানকারি মেহেদী হাসান। বিষয়টি জানতে পেরে গৃহকর্তা অ্যাড. আবু বক্কর ছিদ্দিক ওই দু’ সাংবাদিককে তার চেম্বারে ডেকে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বলেন। একপর্যায়ে তারা ওই আইনজীবীর কাছে ক্ষমা চেয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন ‘সাতক্ষীরায় চাঁদা আদায় করতে এসে গ্যাড়াকলে দু’ সাংবাদিক’ শিরোনামে গত ৪ ডিসেম্বর দৈনিক প্রজন্মের ভাবনা পত্রিকায় ছাপা হয়। এরই জের ধরে মেহেদী হাসানের সহযোগিতায় কোন রকমে প্রাইমারী স্কুলের গণ্ডি পার হওয়া আবু সাঈদ দৈনিক প্রজন্মের ভাবনা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁ’র বিরুদ্ধে গত ৫ ডিসেম্বর সম্মানহানিকর একটি প্রতিবেদন প্রকাশ করেন। এ ঘটনায় গত ৭ ডিসেম্বর সাংবাদিক রঘুনাথ খাঁ বাদি হয়ে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে মানহানির মামলা (সিআরপি-৩১১/১৫ সদর) করেন। বিচারক তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সাতক্ষীরা জেলা তথ্য কর্মকর্তাকে নির্দেশ দেন। মামলা করায় ওই সাংবাদিক আবু সাঈদ তার পত্রিকার সম্পাদক ও প্রকাশকের সহযোগিতায় ৯ ডিসেম্বর যথেচ্ছভাবে মামলার বাদির বিরুদ্ধে কুরুচিপূর্ণ মনগড়া বক্তব্য ছেপে জেলা শহরের বিভিন্ন স্থান বিতরণ করেন। তদন্তে অঅবু সাঈদের লেখা প্রতিবেদনে রঘুনাথ খাঁ’র বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণ না হওয়ায় তথ্য অফিসার গত ১৭ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। গত ২৫ ফেব্রুয়ারি ধার্য দিনে এ সংক্রান্ত প্রতিবেদনের শুনানী শেষে গতকাল বৃহষ্পতিবার ওই তিন আসামীর বিরুদ্ধে সমন জারির মাধ্যমে আগামি ১১ মে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

(ওএস/পি/মার্চ ০৩,২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test