E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 ৩’শ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন সেলিম ওসমানের

২০১৬ মার্চ ১৭ ১৫:৫১:০৫
 ৩’শ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন সেলিম ওসমানের

নারায়ণগঞ্জ প্রতিনিধি :জন্মদিন মানেই আনন্দ উৎসব। আর জন্মদিনের গান বলতেই সর্বপ্রথমে চলে আসে জনপ্রিয় ব্যান্ডদল মাইলস এর সেই বিখ্যাত ‘ আজ জন্মদিন তোমার’। সেই বিখ্যাত গানের পাশাপাশি ৫ মিনিট ধরে স্কাউট বাদ্য, সাথে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান আর করতালির মধ্য দিয়ে ৩০০ পাউন্ডের কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন পালন করেছে নারায়ণগঞ্জবাসী।

নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সমরক্ষেত্র মাঠে প্রায় ১০ হাজার শিক্ষার্থীদের নিয়ে বাদ্য বাজনা, গান সহ বণার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়।

সংসদ সদস্য সেলিম ওসমানের পূর্ব ঘোষিত এই আয়োজন উপলক্ষ্যে সমরক্ষেত্র মাঠকে সাজানো হয়েছিল বর্ণিল সাজে। মাঠে স্থাপন করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী মুড়েল। বৃহস্পতিবার সকাল থেকেই বন্দর উপজেলার ২১টি স্কুল ও ২টি কলেজের শিক্ষার্থীরা ব্যানার, ফ্যাস্টুন, নিয়ে বাদ্য বাজনা বাজিয়ে সমরক্ষেত্র মাঠে উপস্থিত হতে থাকে। ঘড়িতে সকাল ৯টা বাজার আগেই সমরক্ষেত্র মাঠে প্রায় ১০ হাজার শিক্ষার্থী এসে জড়ো হয়। আর ৯টার পূর্বে সমরক্ষেত্র মাঠে উপস্থিত হয়ে ছিলেন সংসদ সদস্য সেলিম ওসমান।

সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জন্মদিনের উৎসব পালন শুরু হয়। প্রথমে সংসদ সদস্য বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, জেলা জাতীয় পার্টির পক্ষে আবুল জাহের, বন্দর উপজেলার নির্বার্হী কর্মকর্তা মিনারা নাজনীন, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কালাম, সহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলরবৃন্দ, ৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ ২১টি স্কুল ও ২টি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বঙ্গবন্ধু জীবনী সম্পর্কে আলোচনা পর্বের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত, পবিত্র গীতা পাঠ ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে আলোচনা পর্ব শুরু করা হয়।

কোরআন তেলেয়াত করেন বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী আনাছ বিন জামাল, পবিত্র গীতা পাঠ করেন বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী গৌরাঙ্গ চক্রবর্তী।

পরে ১৬জুন চাষাঢ়ায় আওয়ামীলীগ অফিসে বোমা হামলায় পঙ্গুত্ব বরণ করা জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীলের নেতৃত্বে জাতীয় পর্যায় সুনাম অর্জন করা নারায়নগঞ্জের একঝাক তরুন শিল্পী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।

জাতীয় সংগীতের পরই বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর জীবনের তথ্য সমৃদ্ধ তাদের নিজ নিজ লেখা প্রবন্ধ পড়ে শোনান।

যার মধ্যে নাসিম ওসমান মডেল হাইস্কুলের ৮ম শ্রেনীর শিক্ষার্থী ফারিয়া আক্তার মিম, নবীগঞ্জ গার্লস হাইস্কুলের ৮ম শ্রেনীর শিক্ষার্থী তানজিমা কবির নাজিক, বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থী আমির আলী হামজা, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী পূজা শ্রী বিশ্বাস, মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাজিয়া সুলতানা, হাজী ইব্রাহিম আলম চাঁন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিকুর নাহার সুজানা, কদম রসুল ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাফিসা নিসা বঙ্গবন্ধু উপর লেখা প্রবন্ধ পাঠ করেন। এছাড়াও তালিকায় আরও ৫ জন শিক্ষার্থী ছিলেন। যারা সময় স্বল্পতার কারনে তাদের প্রবন্ধ পাঠ করতে পারেন নি।



নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর লেখা তাদের প্রবন্ধে জন্য আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে তাদের জন্য আকর্ষনীয় পুরস্কার ঘোষণা করেন। সেই সাথে বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল ওহাব সেলিম ওসমানের বাবা প্রয়াত ভাষা সৈনিক ও সংসদ সদস্য একেএম শামসুজ্জোহার জিবনী নিয়ে তার নিজের লেখা একটি বই উপহার দেন।

আলোচনা পর্বের শেষে সংসদ সদস্য সেলিম ওসমান স্কুলের শিক্ষার্থী সহ, আওয়ামীলীগ, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে ৩০০ পাউন্ডের কেক কাটেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত প্রায় ১০ হাজার শিক্ষার্থী ৫ মিনিট সময় ধরে স্কাউট বাদ্যের তালে তালে হাতে করতালি আর কণ্ঠে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে সমরক্ষেত্র মাঠ মাতিয়ে তুলেন। আর মঞ্চে অতিথিদের পেছন থেকে শিল্পীদের কণ্ঠে বেজে উঠে জন্মদিনের সেই বিখ্যাত গান, আজকের আকাশে অনেক তারা দিন ছিল সূর্যে ভরা, আজকের জোৎ¯œাটা আরও সুন্দর সন্ধ্যাটা আগুন লাগা, মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা, তুমি এই দিনে পৃথিবীতে এসেছ শুভেচ্ছা তোমায়। তাই অনাগত দিন হোক আরো সুন্দর উজ্জল দিন কামনা আজ জন্মদিন তোমার।

(বিডি/এস/মার্চ১৭,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test