E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমি বা মেয়র যেই জনস্বার্থে উন্নয়ন কাজ নিয়ে আসি সহযোগীতা করবেন: সেলিম ওসমান

২০১৬ মার্চ ১৮ ২২:৪৩:৪৬
আমি বা মেয়র যেই জনস্বার্থে উন্নয়ন কাজ নিয়ে আসি সহযোগীতা করবেন: সেলিম ওসমান



 নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন কোন কাজই আটকে রাখা যাবে না। আমি বা সিটি করপোরেশনের মেয়র যেই জনস্বার্থে এলাকার উন্নয়নের জন্য কাজ নিয়ে আসবে সেই কাজের সহযোগীতা করতে হবে। কোন অবস্থাতেই কাজ আটকে দিয়ে উন্নয়ন বাধা গ্রস্থ করা যাবে না। তবে যে কাজই শুরু করবেন তা সম্পূর্ণভাবে শেষ করতে হবে।

কোন অবস্থায় কাজকে দীর্ঘ করে সাধারণ মানুষকে দুর্ভোগ দেওয়া যাবে না। ক্ষমতা আল্লার তরফ থেকে আসে। জনগণের ভোটে ক্ষমতায় বসে যদি কেউ জনগণের দুর্ভোগ সৃষ্টি করে তাহলে তার বিচার আল্লাহ করবে। আমাদের নিজেদেরকে সংশোধন করতে হবে। জনগণ কোন নেতার জন্য কাজ করবো না। নেতারা জনগনের জন্য কাজ করবে। আমি আমার জীবনের সুখ বিসর্জন দিয়ে আমার মায়ের নির্দেশে গোলামী করতে নেমেছি। আমার মায়ের নির্দেশ ছিল নারায়ণগঞ্জে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আজকে নারায়ণগঞ্জে শান্তি এগিয়ে আসছে। একদিন নারায়ণগঞ্জে শান্তি প্রতিষ্ঠিত হবে।

শুক্রবার(১৮ মার্চ) সকাল ১১টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের শীতলক্ষ্যা এলাকায় নিতাইগঞ্জ লোড আনলোড শ্রমিক ইউনিয়নের উদ্যোগে রতœগর্ভা মা প্রয়াত ভাষা সৈনিক নাগিনা জোহার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম ওসমান আরও বলেন, শ্রমিকেরা অনেক কষ্ট করে টাকা উপার্জন করেন। তারা কাজ করতে গিয়ে মানুষের গালাগালি খায়। বৃত্তবানদের দৃষ্টি শ্রমিক বলাটাকে অনেক বিরাট কিছু। বিত্তবানরা মনে করেন শ্রমিকেরা তাদের থেকে অনেক নিচু। কিন্তু উনারা যানেন না শ্রমিকেরা না থাকলে উনাদের সুখ থাকতো না। আমি সবার থেকে বেশি সম্মান করি শ্রমিকদের। কারন মুক্তিযুদ্ধ করে আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি। আর বাংলাদেশকে গড়ার কারিগর হচ্ছেন শ্রমিকেরা। উনারাই দেশের অর্থনীতিকে সচল রেখেছেন। শ্রমিকেরা যদি একদিন কাজে না যান তাহলে পরের দিনই জিনিসের দাম বেড়ে যাবে। আজকে যারা আপনাদের আনন্দ বিসর্জন দিয়ে আমার মায়ের জন্য দোয়ার আয়োজন করেছেন। আমি আপনাদের কথা দিচ্ছি আগামী ১মে শ্রমিক দিবসে আমি সারাদিন আপনাদের সাথে থাকবো।

শ্রমিকদের প্রতি আহবান রেখে তিনি বলেন, আপনারা সবাই ইনসুরেন্স করেন, ব্যাংকে একাউন্ট করেন। আপনারা কখনই চিন্তা করবেন না আপনারা যেভাবে জীবন কাটাচ্ছেন আপনাাদের সন্তানেরা সেই ভাবেই জীবন কাটাবেন। তারা বড় বড় স্বপ্ন দেখে তাদের সাথে কথা বলে আমি জেনেছি। দেশ এগিয়ে যাচ্ছে। নিতাইগঞ্জের মালিকেরা যদি সহযোগীতা করেন তাহলে শ্রমিকেরা ডিজিটাল পদ্ধতি কম পরিশ্রমে অর্থ উপার্জনের সুযোগ পাবে। আমি মালিকদের প্রতি অনুরোধ রাখবো আপনারা শ্রমিকদের সহযোগীতা করেন।

মিলাদ মাহফিলে ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্নার উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক লীগের সভাপতি কাজিম উদ্দিন, আটা ময়দা মিল মালিক সমিতির সভাপতি মতিউর রহমান মতি, জাতীয় পার্টি নেতা মোহাম্মদ মঞ্জু সহ শীতলক্ষ্যা এলাকার মুরুব্বি ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে প্রয়াত ভাষা সৈনিক নাগিনা জোহার আত্মর শান্তি কামনায় শীতলক্ষ্যার শ্রী শ্রী সত্য নারায়ন জিউর মন্দিরে শুক্রবার সকাল থেকে গীতা পাঠের আয়োজন করা হয়। বিকেলে মন্দিরে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন করা হয়।

(এএস/এস/র্মাচ১৮,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test