E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটের ৭৩টি ইউপিতে ভোট

২০১৬ মার্চ ২১ ১৯:০৬:২৪
বাগেরহাটের ৭৩টি ইউপিতে ভোট

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ভোট কেন্দ্রে নৌকা ছাড়া অন্যসব প্রার্থীরা যেতে পারবেনা, তাদের ভোটাররা গেলে দেখিয়ে দিতে হবে ভোট,-এটা না মানলে পড়বে লাশ। এমন ভীতিকর পরিস্থিতিতে জীবন বাঁচাতে এলাকা ছেড়ে চলে গিয়ে ও পালিয়ে বেড়াতে হচ্ছে আওয়ামী লীগ ছাড়া অন্য সব চেয়ারম্যান প্রার্থীদের। বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা।

আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকদের এমন অব্যাহত হুমকি আর চরম আতংঙ্কের মধ্যে বাগেরহাটের ৯টি উপজেলার ৭৩টি ইউনিয় পরিষদ নির্বাচনে সকালে শুরু হচ্ছে ভোট গ্রহন। ইতিমধ্যে মোল্লাহাট ও চিতলমারী উপজেলার সবকটি ইউপি চেয়ারম্যানসহ বাগেরহাট জেলার ৩২ জন চেয়ারম্যান, ৩৫ জন ইউপি সদস্য ও ৬জন সংরক্ষিত নারী সদস্য নান কৌশলে বিনা ভোটে নির্বাচিত হয়েছে। এখন বাকী ৪১টি চেয়ারম্যান পদে ১৩৫জন, বাকী ৬২২টি ইউপি সদস্য পদে ২ হাজার ৫২৩ জন ও বাকী ২১৩টি সংরক্ষিত নারী সদস্য পদে ৭৫৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভোটার রয়েছেন, ৯ লাখ ৬৭ হাজার ২৪৫ জন। জেলার ৬৬৯টি কেন্দ্রের মধ্যে ৪৫৫টিই হচ্ছে ঝুকিঁপূর্ন। এনিয়ে ভোটাররা রয়েচেন আতংঙ্কে।

বাগেরহাটে ইউনিয়ন পরিষদ নির্বচানের প্রস্তুতি সম্পর্কে সোমবার দুপুরে জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম সাংবাদিকদের প্রেস ব্রিফিং কালে জানান, বাগেরহাটে মঙ্গলবার অনুষ্ঠিত নির্বচনের সকল প্রস্তুসি সম্পন্ন করা হয়েছে। আইনশৃংখলা রক্ষায় নির্বচনের দিন বিপুল সংখ্যাক পুলিশ বিজিবি, র‌্যাব, উপকূলীয় দুটি উপজেলায় কোষ্টগার্ড ও আনসার মোতায়ন করা হয়েছে।

তাছাড়া নির্বাচনের দিন মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিট্রেট ও জুডিশিয়াল ম্যাজিট্রেট। ভোট কেন্দ্র ও সড়কে ভোটারদের যাতায়াতে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে মক্ত হাতে তা দমন করবে প্রশাসন। এসময়ে পুলিশ সুপার নিজামুল হক মোল্যা, জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমীন, বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মো. আজমুল হক উপস্থিত ছিলেন।

(একে/এএস/মার্চ ২১, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test