E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টুঙ্গিপাড়ার ৫ ইউনিয়নে শান্তি পূর্ণভাবে ভোট গ্রহন চলছে

২০১৬ মার্চ ২২ ১০:৪৯:০৮
টুঙ্গিপাড়ার ৫ ইউনিয়নে শান্তি পূর্ণভাবে ভোট গ্রহন চলছে

গোপালগঞ্জ প্রতিনিধি    :টুঙ্গিপাড়া উপজেলার ৫ ইউনিয়নে শান্তি পূর্ণভাবে ভোট গ্রহন শুরু হয়েছে। সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৪৫ টি ভোট কেন্দ্রের ২০১টি বুথে ভোট গ্রহন চলছে।

ইতোমধ্যে এ উপজেলার পাটগাতি ইউনিয়নে মিলন মোল্লা, বর্নি ইউনিয়নে শফিকুল ইসলাম ও কুশলি ইউনিয়নে খালিদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। গোপালপুর ও ডুমুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী থাকলেও তারা ইতোমধ্যে এলাকায় সমাবেশ করে আওয়ামীলীগের পক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এতে এ উপজেলার ৫ ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা চেয়ারম্যান পদে বিজয়ী হচ্ছেন।

এসব ইউনিয়নে সাধারণ সদস্য (মেম্বার)পদে ১৩৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে(মহিলা মেম্বার) পদে ৫২ জনের মধ্যে প্রতিদ্বন্দ্বীতামূলক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনে মোট ৬২ হাজার ৮’শ ১৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।এর মধ্যে ৩১ হাজার ৫’শ ৫৪ জন পুরুষ ও ৩১ হাজার ২’শ ৬১ জন মহিলা।

টুঙ্গীপাড়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ খোরশেদ আলম জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ র্নিবাচনের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকল কেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী পৌঁছে গেছে।

(পিএম/এসসি/মার্চ২২,২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test