E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানসহ ১০ জন কারাগারে

২০১৬ মার্চ ২৩ ১৫:৩৮:২২
গোপালপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানসহ ১০ জন কারাগারে

গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় পুলিশ কর্মকর্তার উপর হামলার ঘটনায় নব-নির্বাচিত চেয়ারম্যানসহ তিন শতাধিক লোককে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় আজ বুধবার দুপুরে গ্রেফতারকৃত নব-নির্বাচিত চেয়ারম্যান সুষেন সেনসহ ১০ জনকে টুঙ্গীপাড়া আমলী আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

আদালতের বিচারক বেগম ফারজানা আক্তারের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালতের বিচারক আসামীদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

টুঙ্গীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হক জানিয়েছেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে টুঙ্গীপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে নির্বাচন শেষে নির্বাচনী সামগ্রী উপজেলা সদরে যাচ্ছিল। কেন্দ্র থেকে কিছু দুর সামনে গোপালপুর বাজারের কাছে স্থানীয় লোকজন পুলিশের গাড়ি বেরিকেড দিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও হামলা চালায়। এতে পুলিশের এসআই গনেশ বিশ্বাস মারাত্বক আহত হন। এ ঘটনায় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাশিদুজ্জামান বাদী হয়ে নব-নির্বাচিত চেয়ারম্যান সুষেন সেন ও টুঙ্গীপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজের শিক্ষক লিটন বাড়ৈসহ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো তিন’শ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

আহত পুলিশ কর্মকর্তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি বর্তমানে কোটালীপাড়া থানায় কর্মরত। তিনি ওই কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করছিলেন।


(পিএম/এস/মার্চ২৩,২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test