E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে হত্যার দায়ে দু’জনের যাবজ্জীবন

২০১৬ এপ্রিল ০৪ ১৬:৪০:১৪
বাগেরহাটে হত্যার দায়ে দু’জনের যাবজ্জীবন

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাট শহরে মো. ওবায়দুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে দুই জনকে যাবজ্জীবন ও এক নারীসহ দুই জনকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে আদলত যাবজ্জীবন দন্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং ৫ বছর দন্ডপ্রাপ্তদের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেন।

সোমবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ -২য় আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল করিম এই রায় দেন।

রায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো, বাগেরহাট শহরের খারদ্বার এলাকার ফজলুল মল্লিকের ছেলে রুবেল মল্লিক, জাহাঙ্গীর খানের ছেলে খান মোহাম্মদ জিহাদ। ৫ বছরের কারাদণ্ড প্রাপ্তরা হলো, শহরের সম্মিলনী স্কুল রোডের সামাদ পাইকের মেয়ে সুমনা নাজনিন ওরফে বনানী, খুলনার বটিয়াঘাটা উপজেলা ধাইয়ারকূল বাড়ি গ্রামের মোসলেম মোল্লার ছেলে খালিদ মোল্লা।

মামলার বিরবণে জানা গেছে, শররের দক্ষিণ সরই এলাকার মো. নুরুল ইসলাম চৌধুরীর ছেলে ওবায়দুল ইসলাম চৌধরীর সাথে আসামী সুমনা নাজনিনের বিবাহ হয়। পরে স্ত্রীর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকালাপের অভিযোগে সুমনার সাথে ওবাইদুলের বিবাহ বিচ্ছেদ হয়। এর পেক্ষিতে সুমনা তার লোকজেন নিয়ে প্রাক্তন স্বামীর কাছে পৌনে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। ওই টাকা না পেয়ে ২০১০ সালের ৯ সেপ্টেম্বর রাতে শহরের আলীয়া মাদ্রাসা সড়কে আসমীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওবায়দুল ইসলামকে হত্যা করে।

নিহতের বাবা নুরুল ইসলাম চৌধুরী ওই বছরের ১৪ সেপ্টেম্বর বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন ২০১১ সালে ৩১ মে চার জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। মামলার বিচারক ১০ জন স্বাক্ষীর স্বাক্ষগ্রহণ শেষে সোমবার এই রায় ঘোষণা করেন।



(এসএকে/এস/এপ্রিল০৪,২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test