E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জের আরো দুটি স্কুলের উন্নয়নের ঘোষণা দিলেন সেলিম ওসমান

২০১৬ এপ্রিল ১৬ ১৮:২৭:৫৭
নারায়ণগঞ্জের আরো দুটি স্কুলের উন্নয়নের ঘোষণা দিলেন সেলিম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকায় নির্মাণাধীন শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ের নির্মাণকাজের জন্য তৃতীয় ধাপে আরও ৩০ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এর আগে সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে দুই ধাপে ৩৫ লাখ টাকা প্রদান করা হয়ে ছিল।

এছাড়াও তিনি একই ইউনিয়নের মুক্তারকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে সরকারি অথবা ব্যক্তিগত তহবিল যেভাবেই হোক ১ কোটি টাকার বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন। মোট ৪টি ধাপে মুক্তারকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়, মুক্তারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা সহ মোট ৪টি প্রকল্পে উন্নয়নমূলক কাজের জন্য তিনি এ বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন। সেই লক্ষ্যে তিনি স্কুলটির প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দদের স্থানীয় মুক্তিযোদ্ধা, এলাকাবাসী সহ ১০১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করার কথা বলেন। ওই কমিটিতে স্কুলের নবম ও দশম শ্রেণীর ১০জন ছাত্র এবং ১০জন ছাত্রীকে অর্ন্তভুক্ত করে সকলে মিলে উন্নয়নের প্রকল্প সংসদ সদস্যের কাছে জমা দেওয়ার কথা বলেছেন।

শনিবার ১৬ এপ্রিল সকাল থেকে আলীরটেক ইউনিয়নের মুক্তারকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারন কাজের উদ্বোধনী ও সেলিম ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে নির্মাণাধীন কুড়েরপার শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ের নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে আলোচনা ও চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন ঘোষণা দেন।

দুটি স্কুলের অনুষ্ঠানে প্রধান অতিথি স্কুলের শিক্ষার্থীদের মঞ্চে তুলে তাদের কাছ থেকে দাবির কথা শুনতে চান। পরে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি ওই সকল উন্নয়নের জন্য মুক্তারকান্দিতে ১ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন এবং কুড়েরপাড় শেখ রাসেল উচ্চ বিদ্যালয়টি স্কুল এন্ড কলেজে রূপান্তরিত করার আশ্বাস দেন। তবে এসব কাজের জন্য তিনি অবশ্যই এলাকাবাসীর সহযোগীতা কামনা করেন।

মোক্তারকান্দি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের স্কুলের মাঠটি উচু করার দাবি জানালে সেলিম ওসমান বিনা প্রতিদ্ব›দ্ধীতায় নির্বাচিত হওয়া চেয়ারম্যান মতিউর রহমানকে উদ্দেশ্য করে মাঠটি ভরাটের ব্যবস্থা করতে বললে মতি নিজ অর্থায়নে মাঠটি ভরাট করে দেওয়ার কথা বলেন। এ সময় সেলিম ওসমান মতিকে উদ্দেশ্য করে বলেন, প্রয়োজনে এলাকার মানুষের ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করবেন। মসজিদে মসজিদে মানুষকে বুঝিয়ে টাকা তুলবেন তারপর স্কুলের মাঠটি ভরাট করে দিবেন। আগামীবার চেয়ারম্যান হওয়ার জন্য নিজের টাকা দিয়ে কিছু করার চেষ্টা করে বাহবা নিতে চাইবেন না। এলাকার সবাইকে নিয়ে কাজ করবেন। সেই সাথে স্কুলের মাঠের পাশে মাছ বাজারটি স্থানান্তরিত করে শিক্ষার পরিবেশ তৈরি এবং নদীরপাড়ে বড় পরিসরে বাজার নির্মাণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করেন তিনি।

সেই সাথে তিনি স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা তোমাদের সমস্যার কথা কমিটির নেতৃবৃন্দের কাছে জানাবে। তারা যদি কথা না শুনতে চায় বা কাজ না করে তাহলে আমার কাছে ফোন করে একটি নালিশ করবে আমি নিজে এসে ব্যবস্থা নিবো।

এ সময় সেলিম ওসমান মোক্তারকান্দি স্কুলের শিক্ষার্থীদের মতিউর রহমানের সৌজন্যে বঙ্গবন্ধু সাফারি পার্কে শিক্ষা সফরে নিয়ে যাওয়ার ঘোষণা দেন। অপরদিকে কুড়েরপার আদর্শ স্কুলের শির্ক্ষাথীদের মতির সৌজন্যে আনন্দ উৎসবের আয়োজন করার ঘোষণা দেন।

মুক্তারকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, আলীরটেক ইউনিয়নে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমান মতি, স্কুলের প্রধান শিক্ষক মো: আবদুল বারেক।

উল্লেখ্য সংসদ সদস্য সেলিম ওসমান ২০১৪ সালের ২৬ জুন উপনির্বাচনে নির্বাচিত হওয়ার পর শিক্ষারমানোন্নয়নে তার নির্বাচনী এলাকার আওতাধীন ৭টি ইউনিয়নে ব্যক্তিগত তহবিল থেকে সাড়ে ১০ কোটি টাকা ব্যয়ে ৭টি স্কুল নির্মানের ঘোষণা দেন। ঘোষণা মোতাবেক এখন পর্যন্ত ১৪ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন। যার মধ্যে বন্দরে মুছাপুর ইউনিয়নে শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ৩ কোটি ৯২ লাখ ৫০ হাজার, বন্দর ইউনিয়নে নাসিম ওসমান মডেল হাইস্কুলে ২ কোটি ৭০ লাখ, কলাগাছিয়া ইউনিয়নে আলহাজ্ব খোরশেদুন্নেছা হাইস্কুলে ১ কোটি ২৫ লাখ, পিআর সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে ৫০ লাখ টাকা, মদনপুর ইউনিয়নে নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ৯০ লাখ টাকা, ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ৫০ লাখ টাকা, সদর উপজেলার গোগনগর ইউনিয়নের পুরান সৈয়দপুর বঙ্গবন্ধু হাইস্কুলে ২ কোটি ১০ লাখ, আলীরটেক ইউনিয়নের কুড়েপার শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ে ৬৫লাখ টাকা। এছাড়াও তিনি বন্দরে কদমরসুল কলেজের উন্নয়নে ব্যক্তিগত তহবিল ও ব্যবসায়ীদের সহযোগীতায় ১০ কোটি টাকার উন্নয়ন কাজ করার ঘোষণা দিয়েছেন।

(এসডি/এএস/এপ্রিল ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test