E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মতিকে জনগণের গোলামী করতে হবে জাকিরকে নিয়েও কাজ করবো’

২০১৬ এপ্রিল ১৬ ১৮:৩১:৪৫
‘মতিকে জনগণের গোলামী করতে হবে জাকিরকে নিয়েও কাজ করবো’

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ‘সেলিম ভাই মতি ভাই এক ভাই এক ভাই’ এমন শ্লোগান আর ব্যানার ফেস্টুন, জিন্দাবাদ পছন্দ করেন না নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

শনিবার ১৬ এপ্রিল সকালে আলীরটেক ইউনিয়নের মুক্তারকান্দি উচ্চ বিদ্যালয়ের ভবনের উর্ধমূখী সম্প্রসারন কাজের উদ্বোধন অনুষ্ঠানে সদ্য আলীরটেক ইউনিয়নে বিনা প্রতিদ্ব›দ্ধীতায় নির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমানকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেছেন।

শনিবার ১৬ এপ্রিল সকাল থেকে আলীরটেক ইউনিয়নের মুক্তারকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারন কাজের উদ্বোধনী ও সেলিম ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে নির্মানাধীন কুড়েরপার শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ের নির্মান কাজের অগ্রগতি সম্পর্কে আলোচনা ও চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি অতীতে যে ভুল করেছেন সেই ভুল আর যেন না হয়। আপনি যেন নারায়ণগঞ্জ ক্লাবে বসে চেয়ারম্যানের কাজ পরিচালনা করেন। এলাকার মানুষকে আপনার সাথে দেখা করতে হলে যেন নিতাইগঞ্জে যেতে না হয়। সপ্তাহে অন্তত দুই দিন আপনি আপনার এলাকার মানুষের খোঁজ খবর আমাকে জানাবেন। আমি সেলিম ওসমান একজন সংসদ সদস্য জনগনের গোলাম। আমার এলাকার চেয়ারম্যানী করতে হলে জনগনের গোলামী করতে হবে। যদি গোলামী করতে না পারেন তাহলে আমার চেয়ারম্যান লাগবে না। এলাকার প্রতি মুরুব্বি, প্রতিটি মানুষই হবে আমার চেয়ারম্যান।

কুড়েরপার শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ের চেক প্রদান অনুষ্ঠানে সেলিম ওসমান বলেন, আমি রাজনীতি বুঝি না। আমি উন্নয়ন বুঝি। আমি সবাইকে নিয়ে কাজ করতে পারি। আমি ভবিষ্যতে আলীরটেকের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেনকে নিয়েও কাজ করবো। এই ইউনিয়নের পাশের এলাকাটি বক্তাবলী। সেখানে নদী পারাপারের জন্য ফেরী চালু হয়েছে। কেন হয়েছে ওই এলাকার সংসদ সদস্য আওয়ামীলীগের তাই? আমি না হয় বিরোধী দলীয় এমপি। কিন্তু আপনাদের এমপি তো আওয়ামীলীগের। আপনারা সবাই দাবী তুলেন নদী পারাপারের জন্য ফেরী চালু করার। প্রয়োজনে মানববন্ধন করেন, অনশন করেন মিডিয়ার সহযোগীতা নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত খবরটি পৌছানোর ব্যবস্থা করেন। এই কাজটি এলাকার চেয়ারম্যান মতি করে দিক বাকিটুকু আমি ব্যবস্থা করবো।

মতিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনি বিনা ভোটে বিনা প্রতিদ্ব›দ্ধীতায় চেয়ারম্যান হয়েছে। কে মেম্বার হয়ে আসবে সেটা আপনার বিষয় না। মেম্বার নিয়ে কোন কথা বলবেন না। মেম্বার কে হবে তা নিজ নিজ এলাকার মানুষ তাদের পছন্দ মত প্রার্থী বেছে নিবেন। এমন কোন অভিযোগ যেন আমার কাছে না আসে।

তিনি আরও বলেন, আলীরটেক থেকে মারামারির রাজনীতি, মামলার রাজনীতি শেষ করতে হবে। আমি বলবো না কেউ আওয়ামীলীগ করবে না কেউ বিএনপি করবে না। এখানে একটিই রাজনীতি হবে সেটা হবে উন্নয়নের জন্য রাজনীতি। বাংলাদেশে যেমন হিন্দু মুসলিম একত্রে মিলেমিশে থাকে তেমনি এখানেও আওয়ামীলীগ বিএনপি জাতীয় পার্টি একত্রিত হয়ে মিলে মিশে কাজ করবে। জামায়াতের সাথেও আমার কাজ করতে কোন সমস্যা নাই। যদি তারা বুঝতে পারেন না গত ২২টি বছর তারা বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছে। ইসলামের নাম ব্যবহার করে ইসলামকে বিকৃত করেছে।

আলীরটেকবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, আলীরটেক একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। যদি এখানে মিল কারখানা নাও হয় তবুও আপনারা এখান থেকে প্রতি মাসে লাখ লাখ উর্পাজন করতে পারবেন। প্রয়োজনে আমি এবং আমার ছোট ভাই নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান একত্রে বসে আলীরটেক ও বক্তাবলী এলাকা নিয়ে উন্নয়নের পরিকল্পনা করে উন্নয়ন করবো। থাইল্যান্ডের মত লেকের দুই পাশে মনোরম পরিবেশ তৈরি করে মার্কেট করে দেওয়া হবে। কিন্তু তার আগে আপনাদের আলীরটেকের মানুষদের বিষয়টি বুঝতে হবে। আপনারা যদি না বুঝেন তাহলে আমরা দুইভাই কেন হাজার মানুষ মিলেও কিছু করতে পারবো না।

আমরা চাই আলীরটেকের প্রতিটি মানুষ সুশিক্ষায় শিক্ষিত হবে। ভাল চিকিৎসা পাবে। আপনাদের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন এখানে একটি হাসপাতাল দাবি করে ছিলেন। কিন্তু ব্যক্তি উদ্যোগে হাসপাতাল করা সম্ভব না। আর কথা দিচ্ছি আলীরটেকের মানুষের সুচিকিৎসার ব্যবস্থা করতে এখানে একটি মাতৃসদন অথবা একটি হেলথ কেয়ার নির্মান করা হবে এবং বর্তমান চেয়ারম্যান জাকির হোসেনকে সাথে নিয়েই আমি হেলথ কেয়ার নির্মানের কাজ করবো এবং মতি আমাদেরকে সেই হেলথ কেয়ার নির্মানে সর্বাত্মোক সহযোগীতা করবে।

মুক্তারকান্দিতে মুক্তারকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, আলীরটেক ইউনিয়নে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমান মতি, স্কুলের প্রধান শিক্ষক মো: আবদুল বারেক।

(এসডি/এএস/এপ্রিল ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test