E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্ব পরিবেশ দিবস

সুন্দরবনের পাশে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবি

২০১৪ জুন ০৫ ১৭:১৫:৩৬
সুন্দরবনের পাশে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবি

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের  পাশে রামপালে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মংলার মৈদাড়ায় ওরিয়ন গ্রুপের তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মান বন্ধের দাবি জানিয়েছেন মংলার বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক  সংগঠন

বৃহস্পতিবার দুপুরে পরিবেশবাদী ও বিভিন্ন সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে মংলা পোর্ট পৌরসভা চত্বরে সুন্দরবনের পাশে দুটি বিদ্যুৎ কেন্দ্র নির্মান বন্দের দাবিতে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা একথা বলেন। এসময় বক্তরা বলেন এখানে এ বিদুৎ কেন্দ্র নির্মাণ হলে সুন্দরবন ও এখানকার জনজীবন হুমকির মুখে পড়বে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সুশাসনের জন্য নাগরিক (সুজন), সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন, উপকূলীয় পরিবেশ সংরক্ষন কেন্দ্র, সার্ভিস বাংলাদেশ, গঠন, আইডিয়া ও মংলা নাগরিক সমাজ যৌথভাবে এমানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তরা আরো অভিযোগ করে বলেন, মুনাফালোভী রাজনীতিবিদ-ব্যবসায়ী-শিল্পপতি-আমলা-সরকারি কর্মকর্তা-কর্মচারিদের ছোবলে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন লন্ডভন্ড হচ্ছে। সরকারি-বেসরকারি বিভিন্ন মহলের সুন্দরবন বিরোধী কার্যক্রমে ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন আজ হুমকির মুখে পড়েছে। বাপা’র মংলার সমন্বয়কারি মোঃ নূর আলম শেখ’র সভাপতিত্বে এসময় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহি পরিচালক সুশান্ত রায়, উপকূলীয় পরিবেশ সংরক্ষন কেন্দ্র’র বিশ্বজিৎ বিশ্বাস, বেসরকারি সংস্থা সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন প্রমূখ। এদিকে পরিবেশ দিবসে চিতলমারী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে ১৪শ’ গাছের চারা বিতারন করেছে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংগঠন ।
(একে/এএস/জুন ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test