E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে শ্বাশুড়ির অত্যাচারে মৃত্যুর মুখে গৃহবধূ ফেরদৌসি

২০১৪ জুন ০৫ ১৮:২১:২৪
শেরপুরে শ্বাশুড়ির অত্যাচারে মৃত্যুর মুখে গৃহবধূ ফেরদৌসি


শেরপুর প্রতিনিধি : এক শ্বাশুড়ি শরীরে গরম পানি ঢেলে তার পুত্রবধুর শরীর ঝলসে দিয়েছে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের তালুকপাড়া গ্রামে ৫ জুন বৃহষ্পতিবার সকালে এ ঘটনাটি ঘটেছে উপজেলার। ঝলসে যাওয়া গৃহবধূর নাম ফেরদৌসি বেগম (২৫)। সে গেরামারা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। গুরুতর আহত গৃহবধু ফেরদৌসি বর্তমানে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিীন রয়েছে।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, ২০০৯ সালে নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের তালুকপাড়া গ্রামের তজুমদ্দিনের ছেলে রফিকুল ইসলামের সঙ্গে ফেরদৌসীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বাশুরী সাহিদা বেগম ও ননদ ফুলেছা বেগমের সঙ্গে তার দ্বন্দ্ব-কলহ চলে আসছিল। বৃহষ্পতিবার সকালে পিঠার গুড়া নিয়ে ঝগড়ার এক পর্যায়ে পাষন্ড শ্বাশুড়ী সাহিদা বেগম জন্য পাতিলে ফোটানো গরম পানি পুত্রবধু ফেরদৌসীর শরীরে ঢেলে দেয়। এতে গৃহবধু ফেরদৌসীর শরীরের কোর থেকে দুই পায়ের উরু ও বাম পায়ের নীচের দিকে ঝলসে যায়। দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে, দুপুরে স্বামী রফিকুল ইসলাম স্ত্রীকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে পুলিশ তাঁকে আটক করে।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, গৃহবধু ফেরদৌসীর শরীরের ২০ ভাগ ঝলসে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বার্ন ইউনিটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, গরম পানিতে গৃহবধুর শরীর ঝলসানোর ঘটনায় স্বামী রফিকুলকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
(এইচবি/এএস/জুন ০৫, ২০১৪)





পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test