E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মা দিবসে সেলিম ওসমানের আহবান

২০১৬ মে ০৭ ২১:১১:৪৭
মা দিবসে সেলিম ওসমানের আহবান

নারায়ণগঞ্জ প্রতিনিধি :মা দিবসে ছোট বড় সকলের প্রতি নিজ নিজ কর্মের মাধ্যমে গর্ভধারিনী মা ও মাতৃভূমিকে সম্মানীত করার আহবান জানিয়েছেন সদ্য মা হারা নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

মা দিবস উপলক্ষ্যে তার কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সেলিম ওসমান সাংবাদিকদের বলেন, আমি নিজে সদ্য মা কে হারিয়েছি। এ হারানোর ব্যথা আমি পৃথিবীর কাউকে বলে বুঝাতে পারবো না। আমাদের মা জীবিত থাকা অবস্থায় যেটা আমরা বুঝতে পারি নাই। কারন আমরা তখন মায়ের ছায়াতলে ছিলাম। মায়ের ছায়া হারানোর পর বুঝতে পারছি আমরা কি হারিয়েছি। আসলে কোন অবস্থাতেই মায়ের ঋণ শোধ করা যায় না। তবে আমরা এতটুকু আশ্বস্ত হতে পেরেছি আমাদের মাকে আমরা সম্মানিত করতে পেরেছি। আমাদের মাকে বাংলাদেশের মানুষ রত্নগর্ভা মা বলে। আসলে সব মায়েরাই রত্নগর্ভা। যদি মায়েররা তাদের সন্তানকে সুশিক্ষা দেন এবং সন্তানেরা তাদের মায়ের কাছ থেকে পাওয়া সুশিক্ষায় শিক্ষিত হয়ে সেই মতেই চলে। তবু আমাদের সামাজিক পরিবেশ, ও অভাবের কারনে কিছু সন্তানের অবক্ষয় ঘটে। তারা বিভিন্ন মাদক সেবন সহ বিভিন্ন প্রকার অপরাধ মূলক কাজের সাথে জড়িয়ে পড়ে। যে ছেলেটি মাদকাসক্ত হয়ে পড়ে সেই মায়ের যন্ত্রনা অন্য আর কেউ বুঝতে পারে না। আমি আমার ছোট বড় সকলের উদ্দেশ্যে বলবো আসুন আমরা আমাদের মাকে সম্মানিত করার কাজ করি। নাম যেমন মানুষকে বড় করে না। মানুষই নামকে বড় করে তুলে। ঠিক তেমনি আপনার ভাল কাজ গুলোর মধ্য দিয়ে আপনার সফলতার মধ্য দিয়ে আপনার মাও সম্মানিত হবে। আপনার মা হবেন রত্নগর্ভা মা। আর মাকে সম্মানিত করতে পারলেই আমাদের দেশের উন্নয়ন হবে।

যাদের মা এখনও বেঁচে আছে তাদেরকে এ কথা গুলো বুঝানো খুবই মুসকিল। কিন্তু যাদের মা দুনিয়া থেকে চলে গেছেন তারা আমার কথা গুলো অনুভব করতে পারবেন। তাই মা দিবসে আমার ছোট বড় সকলের প্রতি আহবান আসুন আমরা আমাদের মায়েদের সম্মানিত করার কাজ করি। মা এবং মাতৃভূমিকে সম্মানিত করতে মাদক'কে না বলে নিজের এবং পরবর্তী প্রজন্মের উজ্জল ভবিষ্যত গড়ে তোলার লক্ষ্যে কাজ করি।



(বিডি/এস/মে০৭,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test