E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিহত মিজানুরের অস্ত্র ও গুলি বিজিবিকে ফেরত দিয়েছে বিজিপি

২০১৪ জুন ০৫ ২০:৪৩:৫৭
নিহত মিজানুরের অস্ত্র ও গুলি বিজিবিকে ফেরত দিয়েছে বিজিপি

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের মংডু শহরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)’র মধ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত পতাকা বৈঠকে ২৮ মে নিহত বিজিবি’র নায়েব সুবেদার মিজানুর রহমানের এসএমজি বন্দুক ও ১২০ রাউন্ড গুলি ফেরত দেয়া হয়েছে।

বৈঠক শেষে বৃহস্পতিবার বিকাল ৬ টার দিকে বিজিবি’র প্রতিনিধিরা টেকনাফ স্থল বন্দরে পৌঁছে এ তথ্য জানিয়েছেন বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্ণেল খন্দকার ফরিদ হাসান।

এর আগে বৈঠকে অংশ নিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টা দিকে বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্ণেল খন্দকার ফরিদ হাসানের নেতৃতে¦ ২৩ সদস্যের প্রতিনিধি টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারের মংডুতে যান। সেখানে বেলা ১১ টা থেকে টানা ৪ টা পর্যন্ত চলে বৈঠক।

বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্ণেল খন্দকার ফরিদ হাসান জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিরা সীমান্তে সেনা মোতায়েন, ২৮ মে বিনা কারনে ৫২ পিলারের অদূরে বাংলাদেশের অভ্যন্তরে টহল দেয়া বিজিবি সদস্যের উপর গুলি বষর্ণ করে নায়েক মিজান নিহত হওয়ার জোর প্রতিবাদ জানান। এসময় বিজিবি সদস্যের গুলি ও অস্ত্র ফেরত চাওয়া হয়। মিয়ানমার অস্ত্র এবং গুলি ফেরত দেয়। বৈঠকে উভয় পক্ষ চোরাচালান, ইয়াবা সহ মাদক দ্রব্য পাচার রোধ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে কর্মকৌশল নিয়ে আলোচনা করেছে।

বৈঠকে অন্যান্যদের মধ্যে ছিলেন, বান্দরবান সেক্টর কমান্ডার সাইফুর ইসলাম, ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল সাইফুল ইসলাম, ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল শফিকুর রহমান, ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক কাযকোবাদ ও ৪২ বিজিবি ব্যাটলিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নাসমৌস শাদাত।

এদিকে এ ঘটনায় বিজিবি’র পক্ষে কক্সবাজার ফিরে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আনুষ্ঠানিক প্রেস বিফ্রিং করার কথা রয়েছে।

বিজিবি সূত্র জানিয়েছে, গত ২৮ মে নাইক্ষ্যংছড়ি সীমান্তের পাইনছড়িস্থ ৫২ নং পিলারে মিয়ানমারের বিজিপি’র গুলিতে প্রাণ হারান বাংলাদেশের বিজিবি সদস্য মিজানুর রহমান। তার মৃতদেহ হস্তান্তর নিয়ে উভয় পক্ষের মধ্যে জটিলতার কারণে ৩০ মে একই সীমান্তের মধ্যে বিজিবি ও বিজিপি’র মধ্যে গুলি বিনিময় ও মর্টার সেল নিক্ষেপের ঘটনা ঘটে। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনার সৃষ্টি হয়। কিন্তু গত ৩১ মে সন্ধ্যায় মিজানুরের মৃতদেহ হস্তান্তরের পর পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে উঠে। এর পর মঙ্গলবার রাতে নাইক্ষ্যংছড়ি সীমান্তের জামছড়িস্থ ৪৬-৪৫ নং পিলারের মাঝামাঝি এলাকায় মিয়ানমারের পক্ষে নতুন করে গুলি বর্ষণ ও মর্টার সেল নিক্ষেপ করা হয়। এর প্রেক্ষিতে বৃহ¯পতিবার মিয়ানমারের মংডুতে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য মিয়ানমার বাংলাদেশকে আহ্বান জানান। এর সঙ্গে আগামী ১০-১৩ জুন বিজিবি ও বিজিপি’র মহাপরিচালক পর্যায়ে বৈঠকের কথাও রয়েছে।


(টিটি/অ/জুন ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test