E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুরে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ এলাকাবাসী

২০১৬ মে ১১ ১৬:৫২:২৩
দুর্গাপুরে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ এলাকাবাসী

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মেলাডহর গ্রামে এক সংঘবদ্ধ মাদক চক্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ দুর্গাপুর থানা হতে মাত্র ৩ কিঃমিঃ এর মধ্যে মেলাডহর গ্রামের মৃত: নওয়াব আলী খাঁর ছেলে আজিজুল খাঁ, একই গ্রামের মৃত মফিজ খাঁর ছেলে শফিকুল ইসলাম খাঁ, মৃত নওয়াব খাঁর স্ত্রী মোছাঃ ফাতেমা খাতুন ও শফিকুলের স্ত্রী মোছাঃ শিরিন আক্তার সংঘবদ্ধ ভাবে দীর্ঘদিন যাবৎ ইয়াবা, হিরোইন, গাঁজাসহ অবৈধ ভাবে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

মূল সড়কের পাশে একটি ছোট মুদির দোকান দিয়ে আড়ালে মূল ব্যবসা হিসাবে মাদককে বেছে নিয়েছে। এলাকাবাসী ভয়ে এতদিন নিরব থাকলেও বর্তমানে ব্যবসাটি এত বেশী ব্যাপকতা লাভ করেছে যে, উপজেলার যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। যা দেখে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে দুর্গাপুর থানায় গণস্বাক্ষরিত লিখিত অভিযোগ করেছে মঙ্গলবার রাতে।

মাদক ব্যবসার পাশাপাশি শফিকুল ইসলাম তার স্ত্রী শিরিনকে দিয়ে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।

এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খাঁন হুমায়ুন কবিরকে জিজ্ঞেস করা হলে অভিযোগের সত্যতা স্বীকার করে তিনি বলেন- অচিরেই এর ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এনএস/এএস/মে ১১, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test