E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাগরপুরে ডাকাতের উৎপাতে আতঙ্কিত গ্রামবাসী, রাত জেগে পাহারা

২০১৬ মে ১২ ১৬:২১:০৩
নাগরপুরে ডাকাতের উৎপাতে আতঙ্কিত গ্রামবাসী, রাত জেগে পাহারা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতি সংগঠিত হওয়ায় এলাকাবাসি আতঙ্কিত হয়ে পড়েছে। গত ১৫ দিনে সংখ্যালঘুর বাড়িসহ আট বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের ভয়ে বিভিন্ন গ্রামাঞ্চলের মানুষ রাত জেগে বাড়ি-ঘর পাহারা দিচ্ছে। ডাকাতির ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

জানা যায়, গত ৭ই মে একই রাতে উপজেলার গয়হাটা ইউনিয়নের কইটোলা গ্রামের শ্যামানন্দ দাস বাবুল, জ্যোতিসা নন্দ সেন, মোঃ আজগর মিয়া ও শ্যামপুর গ্রামের সৌদি প্রবাসি মোঃ মঙ্গল মিয়া ও ২রা মে উপজেলার ভারড়া ইউনিয়নের পাচতারা গ্রামের মোঃ লিয়াকত হোসেন এলাহি, মোঃ ময়নাল মিয়া ও মোঃ বারেক মিয়া এবং ৯ এপ্রিল কইটোলা গ্রামের আশরাফ হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতের অস্ত্রের আঘাতে কইটোলা গ্রামের মোঃ আজগর মিয়া (৩০), জ্যোতিসানন্দ সেন (৫৫), জোছনা রানী সরকার (৪৫), জনি সেন (২৭), শ্যামপুর গ্রামের প্রবাসি মঙ্গল মিয়ার স্ত্রী পরিস্কার বেগম (৩০) ও সাদিকুর রহমানের স্ত্রী রিপা বেগম (২৫)সহ কম পক্ষে ১০ জন আহত হয়।

এঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গয়হাটা গ্রামের আব্দুস ছামাদের ছেলে রাকিব (২২), কোহিনুরের ছেলে মোঃ আরিফ (২৩), গয়হাটা নয়াপাড়া গ্রামের কবির আহাম্মদের ছেলে আলামিন (২৫) ও বনগ্রাম গ্রামের আব্দুল মান্নানের পুত্র আব্দুর রাজ্জাক (২৮)।

নাগরপুর থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় ইতোমধ্যে ৪জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং ডাকাতদের দমন করতে এলাকায় এলাকায় পুলিশ টহল জোরদারসহ গ্রামে গ্রামে পাহারার ব্যাবস্থা করা হয়েছে।

(আরএসআর/এএস/মে ১২, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test