E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভেড়ামারায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

২০১৬ মে ১২ ১৬:২৫:৫৪
ভেড়ামারায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে স্থানীয় চিহ্নিত এক দল সন্ত্রাসী জুনিয়াদহ বাজারের মুদি ব্যবসায়ী জয়দেব কুন্ডুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে।

এ সময় সাথে থাকা দোকানের কর্মচারী জনি কুন্ডুকেও কুপিয়ে আহত করে। এসময় স্থানীয়রা আহত জয়দেব কুন্ডু ও তার কর্মচারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার জুনিয়াদহ বাজারে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ভেড়ামারা থানায় জুনিয়াদহ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার তরিকুলের ভাই বিপ্লবকে প্রধান আসামী করে ৬জনের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দায়ের করেছে।

এ ঘটনায় মামলার বাদী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করে বলেন, আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ, বার বার কেন হিন্দু সম্প্রদায়ের লোকজন এই অন্যায়ের স্বীকার হবো। এ দেশ আমাদের নিজের দেশ এবং নিরাপত্তায় ও নিরাপদে থাকবো এটাই আমাদের কাম্য। আমাদেরকে যারা অনিরাপদ করে তুলছে প্রশাসন যেন তাদের উপর ব্যবস্থা নেয় এই দাবি জানাচ্ছি।

এ বিষয়ে গুরুত্বর আহত জয়দেব কুন্ডু জানান, উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার তরিকুলের ভাই বিপ্লব মাঝে মধ্যেই আমার কাছে বিভিন্ন সময়ে, বিভিন্ন অযুহাতে চাঁদা দাবি করে আসছে। গত সোমবার ১০ই মে ১লক্ষ চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে আমি দোকান থেকে ফেরার পথে বিপ্লবসহ ৬/৭জন আমাকে ঘিরে ধরে। এ সময় পুনরায় চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে বিপ্লব হাত কুড়াল দিয়ে আমার হাতের উপর কোপ মারে। এ সময় শিপন আমাকে ছোরা দিয়ে আমার পেটে কোপ মেরে গুরুতর জখম করলে আমি মাটিতে পড়ে যায়। এ সময় আমার কর্মচারী জনি কুন্ডু বাঁধা দিতে আসলে তাকেও এলোপাথাড়ি ভাবে রক্তাক্ত জখম করে।

আরও জানায়, জুনিয়াদহ ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের তরিকুল মেম্বারের ভাই ও মৃত- সূর্য খা’র ছেলে বিপ্লব, আলম হোসেন এর ছেলে শিপনসহ, মৃত আজিম উদ্দীন এর ছেলে নাজির হোসেন, মুন্তাজের ছেলে ইন্তা, হাসেন উদ্দীন এর ছেলে কিয়ামত, মৃত আজিজুল মল্লিক’র ছেলে আজিম আমাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপাতে থাকার এক পর্যায়ে আমাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় খুনের হুমকি দিয়ে চলে যায়।

ইতিপূর্বেও আমার বড় ভাইসহ আমাদের হিন্দু সম্প্রদায়ের অনেকেই তার আক্রোশের স্বীকার হয়েছে। তার ভাই মেম্বার হওয়াতে সে অপ্রতিরুদ্ধ। আমরা এর থেকে নিস্কৃতি পেতে চায়। আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সু-দৃষ্টি কামনা করছি। আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ, এদেশ আমাদের নিজের দেশ এবং নিরাপত্তা ও নিরাপদে থাকবো এটাই আমাদের কাম্য। আমাদেরকে যারা অনিরাপদ করে তুলছে প্রশাসন যেন তাদের উপর ব্যবস্থা নেয় এই দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ভেড়ামারা থানার ওসি নূর হোসেন খন্দকার জানান, অভিযোগ পত্র পাওয়ার পরেই মামলা রুজু করবো এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

(পিএস/এএস/মে ১২, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test