E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরিশাল পাসপোর্ট অফিসে ঘুষ দাবির অভিযোগে চার পুলিশ ক্লোজড

২০১৬ মে ২৩ ১৫:৩৪:১৩
বরিশাল পাসপোর্ট অফিসে ঘুষ দাবির অভিযোগে চার পুলিশ ক্লোজড

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):পাসপোর্টে ঘুষ চাওয়ার অভিযোগে বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে দায়িত্বরত চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। রবিবার বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের আদেশের প্রেক্ষিতে ওই চার পুলিশ সদস্যর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হয়।

সূত্রমতে, পাসপোর্ট অফিস থেকে তাদের ওইদিনই বরিশাল পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন, এসআই এবি উজ্জল, নায়েক হাবিবুর রহমান, কনস্টেবল ইমামুল হোসেন ও মোস্তফা। একই অভিযোগে পাসপোর্ট অফিসের এক অফিস সহায়কের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সূত্রটি নিশ্চিত করেছে।

বরিশাল পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, রবিবার ঢাকাস্থ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রজেক্টের সহকারী ব্যবস্থাপনা প্রকৌশলী নৌ-বাহীনির লে. জাওয়াদ হাবিব চৌধুরী পাসপোর্ট অফিসে প্রবেশের সাথে সাথে সেখানকার দায়িত্বরত পুলিশের নায়েক হাবিবুর রহমান তাকে ডাক দেয়। এসময় লে. জাওয়াদ কারণ জানতে চাইলে নায়েক হাবিবুর রহমান জানান, বাড়তি টাকা দিলে তিনি (হাবিবুর) ঝামেলা ছাড়াই পাসপোর্ট করিয়ে দিতে পারবেন। কারণ তার সাথে পাসপোর্ট অফিসের অফিস সহায়ক মাইনুলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সুতরাং টাকা দিলেই কয়েক দিনের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাবেন। এসময় তার সাথে যোগদেন সেখানকার দায়িত্বরত এসআই এবি উজ্জল, কনস্টেবল ইমামুল ও কনস্টেবল মোস্তফা।

পরবর্তীতে বিষয়টি লে. জাওয়াদ লিখিতভাবে পাসপোর্ট অফিসের উপ-পরিচালককে অবহিত করেন। উপ-পরিচালক বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করলে ওই চার পুলিশ সদস্যকে বরিশাল পুলিশ লাইনে ক্লোজড করে নতুন সদস্যদের দায়িত্ব দেয়া হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার (এসি) আবু সাঈদ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে চার পুলিশ সদস্যকে পাসপোর্ট অফিস থেকে সরিয়ে নেয়া হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখে পরবর্তীতে যথাযথ ব্যবস্থা প্রহণ করা হবে। পাসপোর্ট অফিসের উপ-পরিচালক সুমনা শাওন শারমীন জানান, অফিস সহায়ক মাইনুলের বিরুদ্ধেও অভিযোগ ওঠায় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ চাওয়া হয়েছে।

(টিবি/এস/মে২৩,২০১৬)

পাঠকের মতামত:

২১ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test