E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নকলায় কৃষি যন্ত্রপাতি প্রযুক্তির ওপর প্রশিক্ষণ পাচ্ছে ৪২০ কৃষক

২০১৪ জুন ০৭ ১৮:৫৫:৩৪
নকলায় কৃষি যন্ত্রপাতি প্রযুক্তির ওপর প্রশিক্ষণ পাচ্ছে ৪২০ কৃষক

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় কৃষি যন্ত্রপাতি প্রযুক্তির ওপর প্রশিক্ষণ পাচ্ছে ৪২০ জন কৃষক। এ প্রশিক্ষণে জমি বর্ষণ থেকে শুরু করে শস্য সংরক্ষণ পর্যন্ত বিভিন্ন কৃষি যন্ত্রপাতি প্রযুক্তির ওপর কৃষকদের ধারণা দেওয়া হচ্ছে। যাতে করে কৃষকরা কৃষি যন্ত্রপাতি পরিচালনা ও রক্ষণাবেক্ষন করতে পারে এবং ফসল আবাদে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার করে অধিক শস্য উৎপাদনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা অর্জন করতে পারে।

কৃষি যন্ত্রপাতি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় নকলা উপজেলা কৃষি অফিস এ প্রশিক্ষণের আয়োজন করেছে। ৩০ জন করে কৃষকের একেকটি ব্যাচের মাধ্যমে ১৪ টি ব্যাচে নকলা উপজেলা বিআরডিবি হলরুমে এ প্রশিক্ষণ কার্যক্রম চলছে। ৭ জুন শনিবার এমন একটি কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথ। এতে প্রশিক্ষক ছিলেন নকলা উপজেলা কৃষি অফিসার আশরাফ উদ্দিন।

(এইচবি/অ/জুন ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test