E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ভূয়া সাংবাদিক আটক

২০১৬ জুন ২৬ ১৯:৩৩:৫১
বাগেরহাটে ভূয়া সাংবাদিক আটক

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় মিথ্যা পরিচয়ে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মেহেদী হাসান(২৫) নামের এক ভূয়া সংবাদিককে আটক করেছে পুলিশ। এই ভূয়া সাংবাদিক শরনখোলা থানার ২০১৫ সালের নাশকতার মামলারও একজন আসামী।

পুলিশ জানায়, শরণখোলা উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা গোলাম মোস্তফার ছেলে প্রাণি চিকিৎসক ও ভূয়া সাংবাদিক মেহেদী হাসানের সাথে প্রতিবেশী ইদ্রিস আকনের সাথে মারপিটের ঘটনা ঘটে। এতে আহত ইদ্রিস আকন শরণখোলা হাসপাতালে ভর্তি হয়। ইদ্রিস আকনকে কেন হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে সেজন্য ভূয়া ওই সংবাদিক বিকালে হাসপাতালে গিয়ে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের কাছে কৈফত চায়। মেহেদী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রতিপক্ষ ইদ্রিস আকনকে হাসপাতাল থেকে বের করে না দিলে হাসপাতাল উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিত ও তার অন্যান্য স্টাফদের হুমকি দেয়। হাসপাতালের আসবাবপত্র তছনছ করে।

বিষয়টি হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. অসীম কুমার সমদ্দার শরণখোলা থানা পুলিশকে জানালে তারা মেহেদীকে হাসপাতাল থেকে আটক করে। এ ঘটনায় স›দ্ধ্যায় স্বাস্থ্য সহকারী বিশ্বজিৎ হালদার বাদি হয়ে মেহেদীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

শরণখোলা থানার এসআই আকরাম হোসেন বলেন, আটক মেহেদীর ২০১৫ সালে শরণখোলা থানায় দায়েরকৃত নাশকতার মামলারও আসামী। তার বিরুদ্ধে সাংবাদিকের মিথ্যা পরিচয়ে সরকারী কাজে বাধা এবং ক্ষমতার অপব্যবহার ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

(এসএকে/পি/জুন ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test