E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় জঙ্গী বিরোধী সমন্বয় আইনজীবী পরিষদের বিক্ষোভ মিছিল

২০১৬ জুলাই ১৩ ১৮:৫৭:২৬
সাতক্ষীরায় জঙ্গী বিরোধী সমন্বয় আইনজীবী পরিষদের বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সারাদেশে সন্ত্রাস-উগ্র জঙ্গীবাদ ও গুপ্ত হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা জঙ্গী বিরোধী সমন্বয় আইনজীবী পরিষদ।  এ উপলক্ষে বুধবার দুপুরে জেলা আইনজীবী ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জজকোর্টের শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

জজকোর্টের পিপি অ্যাড. ওসমান গণির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. এস.এম হায়দার আলী, মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তফা নুরুল আলম, ওয়ার্কার্স পার্টির অ্যাড.ফাহিমুল হক কিসলু, অ্যাড.শহিদুল ইসলাম পিন্টু, অ্যাড.. রফিকুল ইসলাম রফিক, অ্যাড.তামিম আহম্মেদ সোহাগ, অতিরিক্ত পিপি অ্যাড. জিয়াউর রহমান বাচ্চু, অ্যাড.তৌহিদুর রহমান শাহিন, অ্যাড, শাহেদুজ্জামান সায়েদ প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি জামায়াত শিবির ও তাদের দোসররা দেশের উন্নয়নকে মেনে নিতে না পেরে জঙ্গী তৈরি করে একের পর এক বিদেশী, পুলিশ , মন্দিরের পুরোহিতও মানুষ হত্যা করছে। তারা পবিত্র ঈদের দিনে কিশোরগঞেআজর শোলাকিয়া ময়দানে নামাজ স্থানে বোমা ও গুলি করে দু’ পুলিশসহ চারজনকে হত্যা করেছে। প্রশাসন ও জনগনকে নিয়ে ওইসব জঙ্গী ও মৌলবাদিদের মোকাবিলা করতে হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাড. হাবিব ফেরদৌস শিমুল।

(আরকে/এএস/জুলাই ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test