E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আনন্দের জোয়ারে ভাসছে রানীশংকৈল

২০১৬ জুলাই ১৭ ১৪:১৪:০৫
আনন্দের জোয়ারে ভাসছে রানীশংকৈল

রানীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রানীশংকৈল মহিলা ডিগ্রী কলেজ সরকারিকরন হওয়ায় কলেজ কৃর্তপক্ষের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়,র‌্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৭ জুলাই সকাল ১০টায় কলেজ ক্যাম্পাস থেকে অধ্যক্ষ তফিল উদ্দীনের নের্তৃত্বে মহিলা ডিগ্রী কলেজের সকল শিক্ষক ,কর্মচারী, শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবর্গসহ সুধীমহলের অংশ গ্রহনে একটি বিশাল র‌্যালী বের হয়, র‌্যালীটি কলেজ ক্যাম্পাস থেকে বের হওয়ার পর র‌্যালীতে সাধারণ মানুষের অংশ গ্রহন বাড়তে থাকে,এক পর্যায়ে র‌্যালীটি বিশাল আকারে ধারণ করে,র‌্যালীতে প্রধানমন্ত্রী,শিক্ষামন্ত্রী,স্থানীয় সাংসদ সেলিনা জাহান লিটা’কে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

পরে র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান ফটক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অধ্যক্ষ তফিল উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,আ’লীগ যুগ্ন সম্পাদক আনিসুর রহমান বাকী,কৃষকলীগ সম্পাদক মোসারফ হোসেন বুলু,সহকারী অধ্যক্ষ সিরাজুল ইসলাম,উপধ্যক্ষ মহাদেব বসাক,প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী,স্বেচ্ছা সেবকলীগ সম্পাদক সোহেল রানা,জাকারিয়া হাবিব ডন,আব্দুর রশিদ,ছাত্রলীগ নেতা তারেক আজিজসহ প্রমুখ।

বক্তরা মহিলা ডিগ্রী কলেজ সরকারীকরন করায় প্রধানমন্ত্রী,শিক্ষামন্ত্রী,স্থানীয় সাংসদ সেলিনা জাহান লিটাকে সাধুবাদ জানায়।


(কেএএস/এস/জুলাই ১৭,২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test