E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে টানা বৃষ্টিতে মাছের ঘের ও ফসলের ব্যাপক ক্ষতি

২০১৬ আগস্ট ২২ ১৮:৩৯:২৯
বাগেরহাটে টানা বৃষ্টিতে মাছের ঘের ও ফসলের ব্যাপক ক্ষতি

বাগেরহাট  প্রতিনিধি : টানা বৃষ্টির পানিতে বাগেরহাট জেলার হাজার হাজার মাছের ঘের ভেসে গেছে। কয়েক হাজার হেক্টর জমির আমনের বীজতলা, পানের বরাজসহ অন্যান্য সবজির মাঠ পানির নিচে তলিয়ে রয়েছে। পানিতে মাছের ঘের ভেসে যাওয়ায় ঘের মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

বাগেরহাট পৌরসভার নাগেরবাজার, বাসাবাটি, খারদ্বার, আলীয়া মাদ্রাসা সড়ক, মিঠাপুকুরপাড়, রেলরোড, সাহাপাড়া ও হাড়িখালি এলাকার রাস্তায় ও বাড়ির উঠানে বৃষ্টির পানি জমে রয়েছে। বাড়ি ঘরে পানি উঠে যাওয়ায় তাদের রান্না খাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্নআয়ের মানুষ।

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া, বেমরতা, বিষ্ণুপুর, ষাটগম্বুজ, ডেমা ও যাত্রাপুর ইউনিয়নের অধিকাংশ গ্রামের মাছের ঘের পানিতে ভেসে গেছে। ঘের মালিকরা তাদের ঘেরের আইলে নেট (জাল) দিয়ে মাছ রক্ষার চেষ্টা করছেন।

এছাড়া রামপাল উপজেলায় ৬০ ভাগ, মোল্লাহাটে ৯০ ভাগ, কচুয়াতে ৮০ ভাগ, ফকিরহাটে ৭০ ভাগ, চিতলমারিতে ৭০ ভাগ, মোরেলগঞ্জে ৭০ ভাগ, মংলাতে ৮০ ভাগ ও সদর উপজেলায় ৭০ ভাগ মাছের ঘের ভেসে গেছে এমন তথ্য নিশ্চিত করেছেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল অদুদ।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. আবতাব উদ্দিন এই প্রতিবেদককে বলেন, গত ২৪ ঘন্টায় জেলার নয়টি উপজেলায় ১১৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পানিতে জেলায় মোট ২২ হাজার ৮৫২ হেক্টর জমির আমনের বীজতলা, পানের বরজসহ অন্যান্য সবজির মাঠ পানির নিচে তলিয়ে রয়েছে।

বাগেরহাট জেলা চিংড়ি চাষি সমিতির আহ্বায়ক ফকির মহিতুল ইসলাম সুমন বলেন, টানা বৃষ্টিতে জেলার অধিকাংশ মাছের ঘের পানিতে ভেসে গেছে। আর যেগুলো পানি ছুইছুই করছে সেগুলোতে নেট দিয়ে আটকানোর চেষ্টা করছেন ঘের মালিকরা। এতে ঘের মালিকরা কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন। এসব ক্ষতিগ্রস্ত ঘের মালিকদের আর্থিকভাবে সহযোগিতা করতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাফুজুর রহমান মাফুজ এই প্রতিবেদককে বলেন, আমার ওয়ার্ডের রাধাবল্লভ, কাঠিগোমতি, গোবরদিয়ার তিনটি গ্রামের অন্তত আট হাজার মানুষের বাড়িঘরে পানি উঠে গেছে। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের। পানি নামতে না পারায় তাদের রান্না করা বন্ধ হয়ে গেছে।

(একে/এএস/আগস্ট ২২, ২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test