E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নরসিংদীতে ফসল উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার শীর্ষক কর্মশালা

২০১৪ জুন ১১ ১৬:২৮:২০
নরসিংদীতে ফসল উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার শীর্ষক কর্মশালা

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে দিন ব্যাপী ফসল উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আজ সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি নতুন ভবনে ১১টি বিষয়ের উপর এই প্রশিক্ষণ চলে।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো: তোফাজ্জল হোসেন।

জেলা প্রশাসক মো: ওবায়দুল আজমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মুকছেদ আলী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রায়পুরা উপজেলা কৃষি অফিসার সাফায়েত হোসেন সিদ্দীকি।
এসময় জেলার ৬টি উপজেলার উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার,সহকারী কৃষি অফিসার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও প্রতি উপজেলা থেকে ২জন করে আদর্শ কৃষক সহ ২৮৮জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
এসময় ফসল উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশিক্ষন করান, নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মুকছেদ আলী, গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউটের সিএসও ড. মো: খালেকজ্জামান, শিবপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের পিএসও ড. মো: নাজিরুল ইসলাম সহ ১১ জন প্রশিক্ষক এই প্রশিক্ষণ দেন।
(এমডি/এএস/জুন ১১, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test