E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মান্দায় মন্দির দখলের চেষ্টা

২০১৬ নভেম্বর ০৪ ১৭:৩৪:২৩
মান্দায় মন্দির দখলের চেষ্টা

নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার দিনগত রাতে নওগাঁর মান্দা উপজেলার মৈনম বাজারে প্রাচীন ঐতিহ্যবাহী রায় পরিবারের স্থাপিত মন্দিরের প্রতিমা ও পূজার সরঞ্জাম সরিয়ে এবং মন্দিরের দেয়াল ভেঙ্গে গোটা মন্দির দখল করে নেয়ার চেষ্টা করে পার্শ্ববর্তী জামায়াত কর্মী ভূমিদস্যু গিয়াস উদ্দিন মাষ্টার (৬২)। শুক্রবার সকাল ১০টার দিকে মন্দির কমিটির লোকজন টের পেয়ে থানায় খবর দেয়। তাৎক্ষনিকভাবে থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফ্ফর হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে জামায়াত ঘরানার গিয়াস উদ্দিন মাষ্টারকে গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ এবং স্থানীয়রা জানান, বৃহস্পতিবার গভীর রাত থেকে মন্দিরের পেছনের দিকে একটি দরজা কেটে প্রাচীর ভেঙ্গে দেন প্রতিবেশি জামায়াত কর্মী গিয়াস উদ্দিন ও তার ভাড়াটিয়া লোকজন। প্রাচীর ভেঙ্গে দিয়ে সেখানে টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়। দখলকারী গিয়াস উদ্দিন মন্দিরের বেদীতে থাকা পাথরের শিবলিঙ্গ ও লক্ষ্মী প্রতিমা গায়েব করে দেয়। সেই সঙ্গে পূজার সরঞ্জাম সরিয়ে ভেতরে চৌকি ও বিছানা সাজিয়ে সেটির দখল নেয়ার চেষ্টা করে।

মন্দির কমিটির সভাপতি ব্রজেন্দ্রনাথ কবিরাজ ও সাধারন সম্পাদক রামরতন মন্ডল জানান, সকাল ১০টার দিকে মন্দিরে গিয়ে তারা দেখেন, মন্দিরের দরজায় একাধিক তালা লাগানো রয়েছে। এতে তাদের সন্দেহ হলে পেছনে গিয়ে মন্দিরের প্রাচীর ভেঙ্গে ফেলার বিষয়টি টের পান। তারা বলেন, প্রায় শতবছরের পুরনো এই রায়বাড়ির স্থাপিত মন্দিরটি কৌশলে দখল নেয়ার চেষ্টা করেন ভুমিদস্যু গিয়াস উদ্দিন। পরে তারা পুলিশে সংবাদ দেন।

স্থানীয়রা আরো জানান, এই ভুমিদস্যু জামায়াতকর্মী গিয়াস উদ্দিন সম্প্রতি মৈনম হাই স্কুলের জমি জাল দলিলের মাধ্যমে জবরদখল করতে গিয়ে জনতার হাতে লাঞ্ছিত হন। কিছুদিন আগে তিনি এমনিভাবে জমির মালিক দাবি করে এখানে মন্দির ঘেঁসে বাড়ি তৈরী করেন। তার পর থেকে তিনি অন্যের জমি দখলে মরিয়া হয়ে উঠেছেন।

ঘটনার পর সংবাদ পেয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, মহাদেবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, গিয়াস উদ্দিনকে গ্রেফতার ও মন্দিরটি দখলমুক্ত করা হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

(বিএম/এএস/নভেম্বর ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test