E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হরিপুরে হামলায় থানা পুলিশের ৫টি মটর সাইকেল ভাংচুর

২০১৬ নভেম্বর ২২ ১৪:৫০:৫৯
হরিপুরে হামলায় থানা পুলিশের ৫টি মটর সাইকেল ভাংচুর

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ইউনিয়ন পরিষদের ভবন কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের জের ধরে হরিপুরে গত সোমবার দুপুর ২টার দিকে দূস্কৃতরা অতর্কিত হামলা চালিয়ে থানা পুলিশের ডিআইবি আব্দুস সাত্তারেরসহ ৫টি মটরসাইকেল ভংচুর করে এ সময় ৯ জন আহত হয়।

আহতরা হলো-গুলজার, সুমন, সেলিম, জাহাঙ্গীর, ফারুক, সামশুল, সাহিরুল, হামিদুর রহমান ও জাহাঙ্গীর আলম।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাজাহান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাজাহান সরকার বলেন, সোমবার বিকালে ভাতুরিয়া ইউনিয়নের নতুন ভবন কমপ্লেক্স উদ্বোধন উপলক্ষে ইউনিয়ন দলীয় অফিসের সামনে রবিবার একটি মঞ্চ তৈরি করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছিল স্থানীয় এমপি দবিরুল ইসলামের। কিন্তু আওয়ামী লীগের দলীয় কোন্দলের জের ধরে গত রবিবার রাত অনুমান সাড়ে আটটার দিকে স্থানীয় ও উপজেলা আওয়ামী লীগেরনেতাকর্মী লাঠিসোডা নিয়ে হামলা চালিয়ে মঞ্চ ভাংচুর করে।

মঞ্চ ভাংচুরের বিষয়টিকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। এরই সূত্র ধরে দুপুর দুইটার দিকে কিছু দূষ্কৃত ব্যক্তি হামলা চালিয়ে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে থাকা থানার ডিআইবি আব্দুস সাত্তারেরসহ ৫টি মটরসাইকেলও ভংচুর করে ।এসময় ৯জন আহত হয়।

ঘটনার সংবাদ পেয়ে সোমবার বিকাল সাড়ে তিনটায় উপজেলা নির্বাহী অফিসার এমজে আরিফ বেগ ও থানা অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুছ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

থানা অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুছ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থল থেকে ভাংচুর হওয়া ৫টি মটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে সেখানকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে কেউ এখনো মামলা করেননি। মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








(কেআইকে/এস/নভেম্বর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test