E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এক যুগ পর মান্দা উপজেলা আ.লীগের কাউন্সিলের দিন ধার্য

২০১৬ নভেম্বর ২৯ ১৭:১৫:১৯
এক যুগ পর মান্দা উপজেলা আ.লীগের কাউন্সিলের দিন ধার্য

নওগাঁ প্রতিনিধি : দীর্ঘ প্রায় একযুগ পর আগামী ২১ ডিসেম্বর নওগাঁর বৃহত্তম উপজেলা মান্দায় আওয়ামীলীগের কাউন্সিলের দিন ধার্য করা হয়েছে। ইতোপূর্বে পর পর দু’বার মান্দায় আওয়ামীলীগের কাউন্সিলের দিন ঠিক-ঠাক হলেও অদৃশ্য শক্তির ঈশারায় তা স্থগিত হয়ে যায়। ফলে এবারো নেতা-কর্মীদের মনে শঙ্কা, নির্ধারিত তারিখে আদৌ কাউন্সিল হবে তো? তাদের প্রাণের দাবি, ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে তো?

এদিকে আসন্ন কাউন্সিলকে ঘিরে উপজেলার ১৪ ইউনিয়নের ত্যাগী ও তৃণমূল নেতা-কর্মীদের মাঝে সাজ সাজ রব পড়ে গেছে। ‘আর সিলেকশন নয়। স্থানীয় নেতা নির্বাচনে চাই ইলেকশন”। এই স্লোগানকে সামনে নিয়েই চলছে কাউন্সিলের প্রস্তুতি।

দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দলে আগাছা পরিস্কার করে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছ, ত্যাগী ও মুক্তিযুদ্ধের পক্ষের নেতা-কর্মীদের হাতে নেতৃত্ব তুলে দেয়ার ঘোষনার প্রতি সম্মান জানিয়ে, মান্দার আওয়ামীলীগ দলীয় নেতা-কর্মীরা এখন সোচ্চার। নেতৃত্বে নতুন মুখ চেয়ে তৃণমূলের দাবী সম্পূর্ণ গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে মান্দা উপজেলা আওয়ামীলীগের নয়া কমিটি গঠিত হোক।

দলের নেতৃত্বে থেকে জয়বাংলা স্লোগান দিয়ে অতীতে যারা সংখ্যালঘু নির্যাতন, সংখ্যালঘুর জমি দখল, সরকারী হাটের জায়গা দখল, সরকারি গাছ কেটে লুটপাট, বালুমহাল লুটপাট এবং ব্যক্তি স্বার্থে দলের ত্যাগী নেতা-কর্মীদের ওপর জুলুম ও নির্যাতনকারী কেউ যেন নেতৃত্বে আসতে না পারে, এব্যাপারে সজাগ তৃণমূলের নেতা-কর্মীরা। মান্দায় আওয়ামীলীগের নয়া কমিটি গঠনে কোন নেতার প্রভাবে যেন সিলেকশনের মাধ্যমে কমিটি গঠন না হয়, বিষয়টি বিবেচনার জন্য জেলা নেতৃবৃন্দের পাশাপাশি দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ও সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের হস্তক্ষেপ কামনা করেছেন মান্দার ত্যাগী ও তৃণমূল নেতা-কর্মীরা। নেতা-কর্মীরা আরো জানান, জেলার বৃহত্তর উপজেলা মান্দায় বিধ্বস্ত প্রায় আওয়ামীলীগকে চাঙ্গা করার সময় এখনই, বলে দাবি তাদের।

এবার মান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে আগে থেকেই প্রচার প্রচারনা শুরু করেছেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল মান্নান। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন তিনি। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার জসিম উদ্দিনও দলের সভাপতি পদে নির্বাচন করতে চান। তিনিও প্রচারনা শুরু করেছেন। বর্তমান সভাপতি এমদাদুল হক মোল্লা তিনি নির্বাচন বিরোধী। সিলেকশনের মাধ্যমে তিনি ফের দলের সভাপতি হতে চান।

আসন্ন কাউন্সিলে উপজেলায় সমন্বয়ের মাধ্যমে সিলেকশনে নতুন কমিটি গঠনের একমাত্র দাবীদার উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি মোঃ এমদাদুল হক মোল্লা জানান, যেহেতু কেন্দ্রে এবং জেলায় সমন্বয়ের মাধ্যমে সিলেকশনে কমিটি হয়েছে, সেখানে মান্দা উপজেলাতেও সিলেকশনেই কমিটি হবে। কমিটি গঠনে ইলেকশন চাই না। অপরদিকে উপজেলা আওয়ামীলীগের বর্তমান সাধারন সম্পাদক মুিক্তযোদ্ধা সরদার জসিম উদ্দিন ও সাবেক যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন ভিন্ন কথা।

তাদের মতে, মান্দার বিধ্বস্থ প্রায় আওয়ামীলীগকে গতিশীল করে জাতির জনকের আদর্শে ও জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন সাধারন জনগনকে সম্পৃক্ত করে এলাকার উন্নয়ন সাধন করার সময় এখনি। তাদের মতে, আওয়ামীলীগ সারাদেশের সাধারন মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে। শুধু মাত্র মান্দায় ঠিক তার উল্টো। এখানে জনস্বার্থের চেয়ে ব্যক্তিস্বার্থকেই অধিক প্রাধান্য দেয়া হয়েছে এতোদিন। তাই তৃণমূল নেতা-কর্মীদের পাশাপাশি এলাকার জনস্বার্থে সিলেকশন নয়। গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবী তৃনমূল নেতা-কর্মীদের । ১৪ ইউনিয়নের তৃণমূল নেতা-কর্মীরা যাদের যোগ্য মনে করবেন, ভোটের মাধ্যমে তাদেরই নেতা নির্বাচন করবেন। তাদের মতে, ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করলে একদিকে যেমন দলে স্বচ্ছ নেতৃত্ব আসবে, অন্যদিকে দলের মধ্যে ঢুকে পড়া আগাছা হাইব্রিডও দমন হবে।

গতদু’দিনে এলাকা ঘুরে ভারশো ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাজ উদ্দিন প্রামানিক, বিষ্ণুপুর ইউনিয়নের সভাপতি ইয়াকুর আলী, গনেশপুর ইউনিয়নের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, মৈনম ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিষ্ণুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা খাতের আলী মাঝি, মান্দা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র মন্ডলসহ বিভিন্ন জনের সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামীলীগের মত বৃহৎ এবং মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী এই রাজনৈতিক সংগঠনটি আজ হাইব্রিডে ভরে গেছে। মুক্তিযুদ্ধের বিপক্ষের ঘরানার লোকজন দলে অনুপ্রবেশ করে দলকে বিতর্কিত করে তুলছে।

জাতির জনকের আদর্শের সৈনিকরা আজ অনেকাংশেই কোনঠাসা হয়ে পড়েছে। এই কাউন্সিলকে ঘিরে একটি গ্রুপ পেষীশক্তির বলে কমিটি গঠনে ভোটের পরিবর্তে সিলেকশনের মাধ্যমে কমিটি গঠনের পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই অশুভ শক্তি দল, দেশ ও জাতির কল্যান চায়না। তারা আওয়ামীলীগের লেবাস পড়ে বর্তমান সরকার ও দলের ভাবমূর্তি নষ্ট করার কাজে সর্বদা লিপ্ত থাকে। এসব সুবিধাবাদী হাইব্রিডদের প্রতিহত করে মান্দায় ভোটের মাধ্যমে কমিটি গঠন করে জাতির জনকের আদর্শ প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ হস্তক্ষেপ কামনা করেছেন তৃণমূল নেতাকর্মীরা।

(বিএম/এএস/নভেম্বর ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test