E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরণখোলায় খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন, মহাসড়কে ভয়াবহ ফাটল

২০১৬ ডিসেম্বর ০৫ ১৭:৫১:২০
শরণখোলায় খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন, মহাসড়কে ভয়াবহ ফাটল

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের সাইনবোর্ড- মোরেলগঞ্জ- শরণখোলা আঞ্চলিক মহাসড়কের শরণখোলা অংশের লাকুড়তলা এলাকায় প্রায় অধা কিলোমিটার মহাসড়কের মাঝ বরাবর ভয়াবহ ফাঁটল ধরে ডেবে গেছে। শরণখোলা উপজেলার লাকুড়তলা বাজার সংলগ্ন খাল থেকে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় রবিবার রাতে আকষ্মিক ভাবে ভয়াবহ এ ফাঁটলের সৃষ্টি হয়। এতে এই সড়কের রায়েন্দা থেকে সুন্দরবন সংলগ্ন শরণখোলা পর্যন্ত অংশে ভারি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। যেকোনো মূহুর্তে ব্যাপক এলাকা জুড়ে ধ্বসে যাওয়ার আশঙ্কায় সড়কের দু’পাশের লাকুড়তলা ও উত্তর কদমতলা গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। 

এলাকাবাসী জানায়, গোলাম মোস্তফা মধু নামে স্থানীয় ঠিকাদার রাজেশ্বর গ্রামে বাজার উন্নয়ন প্রকল্পের একটি সড়কে বালু দেওয়ার জন্য মহাসড়কের পাশের সরু খালে ১০ থেকে ১২ দিনে আগে ড্রেজার স্থাপন করে অনবরত বালু উত্তোল করেন। এজন্য তিনি মংলা উপজেলার ফারুক হাওলাদার নামের এক ব্যবসায়ীর কাছ থেকে তিনি ড্রেজারটি ভাড়ায় আনেন। এই ঠিকাদার সড়কে বালু দেওয়া শেষ করার পর স্থানীয় বাসিন্দা ইলিয়াস খান, হেলাল খান, ও মিজান ফরাজী তাদের বাড়ির কাজের জন্য ওই একই এলাকা থেকে আবারও বালু উত্তোলন শুরু করেন। একই স্থান থেকে অতিরিক্ত বালু উত্তোলনের ফলে সোমবার গভীর রাতে মহাসড়কের প্রায় আধা কিলোমিটার এলাকা ডেবে যায়।

সরোয়ার মোল্লা নামে স্থানীয় একজন বলেন, সড়কের এ অবস্থা দেখে সোমবার সকালে এলাকাবাসী সম্মিলিতভাবে বালু উত্তোলন বন্ধ করে দেন। প্রায় আধা কিলোমিটার সড়কে বিশাল- বিশাল ফাঁটল ধরেছে। যে কোনো সময় তা সম্পূর্ণ ধ্বসে যাবে। সকাল থেকে ছোট যানবাহন চলাচল করলেও ভারি যানবাহন চলাচল প্রায় বন্ধ করে দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক সংলগ্ন দুই গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এব্যাপারে ঠিকাদার গোলাম মোস্তফা মধু বলেন, ড্রেজারটি প্রথমে আমি ভাড়ায় এনে কাজ শেষে মালিককে বুঝিয়ে দেই। বর্তমানে কে বা কারা বালু উত্তোলন করছেন তা আমার জানা নেই। তবে, এঘটনার পর অবৈধ বালু উত্তোলকারী অপর তিন ব্যাক্তি ইলিয়াছ খান, হেলাল খান ও মিজার জোমাদ্দারসহ তাদের নিয়োজিত শ্রমিকরা মোবাইল বন্ধ করে গা ঢাকা দেয়ায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

বাগেরহাটের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ জানান, অবৈধ বালু উত্তোলনের কারনে সাইনবোর্ড- মোরেলগঞ্জ- শরণখোলা আঞ্চলিক মহাসড়কের শরণখোলা লাকুড়তলা অংশ ফাটল ও ডেবে গেছে। এতে এই সড়কের রায়েন্দা থেকে সুন্দরবন সংলগ্ন শরণখোলা পর্যন্ত অংশে ভারি যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। সরেজমিনে আঞ্চলিক মহাসড়কের ক্ষতি নিরূপন করা হচ্ছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(একে/এএস/ডিসেম্বর ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test