E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাটে মাদক ব্যবসায়ীদের হামলা, ৩ বিজিবি সদস্য আহত

২০১৬ ডিসেম্বর ১৩ ২২:৪২:১৭
হালুয়াঘাটে মাদক ব্যবসায়ীদের হামলা, ৩ বিজিবি সদস্য আহত

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৫ নং গাজীরভিটা ইউনিয়নের ভুটিয়াপাড়া ও নলকূপ সীমান্তের সূর্যপুর বিওপি’র ১১২৮ নং পিলারের নিকট থেকে ১৩ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় এলাকার চি‎হ্নিত মাদক ব্যবসায়ীকে আটকের চেষ্টাকালে টহলরত বিজিবি’র ৩ সদস্য সিপাহী রুইথী মারমা (৬৪৪১৯), উজ্জল মিয়া (৮৯৩৮১) ও হাবিলদার রতন মিয়া (৪৮০৪৪) উপর হামলা চালিয়ে আহত করেছে কালোবাজারিরা। খবর পেয়ে অন্যান্য বিজিবি’র সদস্যরা আহত সদস্যদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি করে।

আহত বিজিবি হাবিলদার রতন মিয়া সাংবাদিকদের জানায়, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী হিসেবে চি‎িহ্নত মোঃ হযরত আলী (২৫), হাবিব (২৮) সুরুজ্জামান সহ অজ্ঞাতনামা কতিপয় ব্যক্তি হযরত আলী কে আটকের চেষ্টাকালে সংঘবদ্ধ হয়ে হামলা করে তাদের ওপর। বিষয়টি ভিন্নখাতে প্রভাবিত করতে কিছু অসাধু ব্যক্তিদের যোগ-সাজশে বিজিবি সদস্যদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের চেষ্টা করে চোরকারবারীদের একাংশ ।

বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আর.এম.ও. শাহ ফয়সাল কাদের চৌধুরী এ প্রতিবেদক কে জানান, আহত বিজিবি’র সিপাহী রুইথী মারমা (৩৫) ও সিপাহী উজ্জল মিয়া (২৩) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং হাবিলদার রতন মিয়াকে (৪৫) প্রাথমিক চিকিৎসা প্রদান করেছেন।
এ ঘটনায় বিজিবি’র হাবিলদার রতন মিয়া বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় একটি অভিযোগ দায়ের করে। বিষয়টি নিয়ে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞা ৭১ সংবাদ ডট কম কে জানায়, ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিজিবি’র তরফ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন। মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

(জেসিজি/এএস/ডিসেম্বর ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test