E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বর্ণাঢ্য আয়োজনে ত্রিশালে মহান বিজয় দিবস পালিত

২০১৬ ডিসেম্বর ১৬ ১৬:৩৩:৩৮
বর্ণাঢ্য আয়োজনে ত্রিশালে মহান বিজয় দিবস পালিত

ত্রিশাল (ময়মসিংহ) প্রতিনিধি : ময়মসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠান মালার মধ্য দিয়ে পালিত হয়েছে।

রাত বারোটা এক মিনিটে ৩১ বার তোপধ্বনি ও ত্রিশাল বাসষ্ট্যান্ডে সৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন। পরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন,ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি, সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল মামুন, ত্রিশাল থানা অফিসার ইনচার্য মনিরুজ্জামান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক জিয়াউল হক, জাতীয় পাটির সভাপতি সুরুজ মন্ডল,ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার, ছাত্রলীগ সভাপতি হাসান মাহমুদ সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন।

সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিজয় র‌্যালী উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নজরুল একাডেমীর মাঠে গিয়ে শেষ হয়। নজরুল একাডেমীতে বিভিন্ন প্রতিষ্ঠানের শারিরিক কসরত, কুচকাওয়াজ আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

দুপুরে উপজেলা নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে লেডিস ক্লাবের উদ্যোগে এক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন। বিকেলে উপজেলা প্রশাসন বনাম বীর মুক্তিযোদ্ধা একাদশের এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

এছাড়াও রায়েরগ্রামের নাম না জানা এগার মুক্তিযোদ্ধার গণকবর জিয়ারত,শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

(এমএন/এএস/ডিসেম্বর ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test