E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কৃষকদের ঠকাচ্ছে অনেক এনজিও: মতিয়া

২০১৪ জুন ২২ ১৪:৫৫:৩২
কৃষকদের ঠকাচ্ছে অনেক এনজিও: মতিয়া

স্টাফ রিপোর্টার : দেশের অনেক এনজিও ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কৃষকদের ঠকাচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

রাজধানীর রেডিসন হোটেলে চলমান দুই দিনব্যাপী বাংলাদেশ ইকনোমিস্টস ফোরামের এক অনুষ্ঠানে দ্বিতীয় দিন রোববার প্রথম সেশনে তিনি এ অভিযোগ করেন।

সভাপতির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, এনজিও এ স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সব সময় যে কৃষকদের জন্য ভাল কিছু করেন তা নয়। এরা নানাভাবে কৃষকদের ঠকাচ্ছে।

এসব প্রতিষ্ঠানকে সতর্ক করে তিনি বলেন, এখনও সময় আছে আপনারা সতর্ক হোন। এসময় তিনি এসব প্রতিষ্ঠানকে কৃষকদের সাহায্যে এগিয়ে আসারও আহ্বান জানান।

দেশে খাদ্য উৎপাদন বাড়ানোর বিকল্প নেই উল্লেখ করে কৃষিমন্ত্রী আরো বলেন, উন্নত বিশ্ব এখন আমাদের আর খাদ্য দিয়ে সাহায্য করবে না। তারা তাদের উৎপাদিত অতিরিক্ত খাদ্য দিয়ে জ্বালানি তৈরি করছে। তাই তারা টাকা দিয়ে সাহায্য করলেও কোনো খাদ্য দিয়ে সাহায্য করবে না।

জলাবদ্ধতা এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে দক্ষিণবঙ্গেও চাষাবাদ ব্যাহত হচ্ছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, এ কারণে আমাদের বিকল্প ব্যবস্থার দিকে নজর দিতে হবে।

অনুষ্ঠানে খাদ্য নিরাপত্তা; অর্জন ও চ্যালেঞ্জ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি অর্থনীতিবিদ মাহবুব হোসেন।

(ওএস/এটিআর/জুন ২২, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test