E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কুলাউড়ায় শ্যালিকাকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড দুলাভাই

২০১৭ মে ২৩ ১৮:২৪:০৩
কুলাউড়ায় শ্যালিকাকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড দুলাভাই

মৌলভীবাজার প্রতিনিধি : স্ত্রীকে নিজের বাড়িতে ফিরিয়ে নিতে এসে স্ত্রী না যাওয়ায় নিজ শ্যালিকাকে কুপিয়ে হত্যার পর স্ত্রী এবং ৬ মাসের শিশু সন্তানকে আহত করে পাষণ্ড স্বামী নিজে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায়  পাষণ্ড স্বামীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার সকাল ১০টায় কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামে ঘটনাটি ঘটে।

গ্রামবাসী জানান, কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মো: আলাউদ্দীনের ছেলে মো: সালাউদ্দীন (৩২) এক বছর আগে দ্বিতীয় বিয়ে করেছিলেন কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামের মৃত মছলু মিয়ার মেয়ে রায়না বেগমকে (২২)। তাদের ঘরে মাছুম মিয়া নামে ৬ মাসের একটি ছেলে শিশুও রয়েছে। পারিবারিক কলহে স্ত্রী রায়না পাবই গ্রামে বাবার বাড়ি এসে কমলগঞ্জে স্বামীর বাড়ি যাচ্ছিল না। গত ২১ মে রায়নার শ্বশুর মো: আলাউদ্দীন নিজে এসে পুত্রবধূকে নিতে চাইলে সে স্বামীর বাড়ি ফিরতে রাজি হয়নি। এসময় শ্বশুর নিজেও হুমকি ধামকি দিয়ে ফিরে যান রায়না বেগমের বাড়ি থেকে।

সোমবার সন্ধ্যায় আবার সালাউদ্দীন নিজে শ্বশুর বাড়ি এসে রাত্রিযাপন করে মঙ্গলবার সকালে স্ত্রী সন্তানকে নিয়ে যেতে চায়। তখন স্ত্রী স্বামীর সাথে যেতে চায়নি বলে শুরু হয় তর্কবিতর্ক। তর্কবিতর্কের এক পর্যায়ে স্বামী সালাউদ্দীন হাতে থাকা ছোরা দিয়ে কুপিয়ে শ্যালিকা মনি বেগম (১৬) কে হত্যা করে। আর স্ত্রী রায়না ও শিশু সন্তান মাসুককে আহত করে ঘরের ভেতর গিয়ে নিজে আত্মহত্যার চেষ্টা করে।

এ ঘটনার খবর পেয়ে বাড়ির লোকজন ও গ্রামবাসী এসে পাষণ্ড স্বামীকে আটকে রাখে। আহত স্ত্রী রায়না ও শিশু সন্তান মাসুমকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করে।

এদিকে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে আহত স্বামী সালাউদ্দীনকে আটক করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, এরপর সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করানো হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্য (ওসি) মো: শামছুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঐ ঘটনায় পাষণ্ড স্বামীকে গ্রেফতার করে হত্যায় ব্যবহৃত ছোরাও জব্দ করা হয়েছে । তিনি আরো জানান, আহত স্ত্রী ও শিশুর অবস্থা আসংকাজনক,তবে এ ঘটনায় ভিকটিমের পরিবার এখনো কোন মামলা করেনি।

(একে/এএস/মে ২৩, ২০১৭

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test