E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে বাস-মিনিবাস মালিক সমিতির ডাকা ধর্মঘট ২৪ জুন পর্যন্ত স্থগিত

২০১৪ জুন ২২ ১৭:৫৬:৪০
নাটোরে বাস-মিনিবাস মালিক সমিতির ডাকা ধর্মঘট ২৪ জুন পর্যন্ত স্থগিত

নাটোর প্রতিনিধি : নাটোরে বাস কাউন্টারে সন্ত্রাসীদের প্রদর্শিত অস্ত্র উদ্ধারে পুলিশকে আগামী ২৪ জুন পর্যন্ত সময় বেধে দিয়েছে নাটোর বাস-মিনিবাস মালিক সমিতি। অন্যথায় লাগাতার ধর্মঘট ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারী করেন তারা। শনিবার রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাস-মিনিবাস মালিক সমিতি নেতৃবৃন্দ এই ঘোষণা দেন।

একই সাথে ওইদিন সন্ধ্যায় ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘটও স্থগিত করেছেন।
এর আগে ওই দিন দুপুরে কতিপয় সন্ত্রাসী শহরের কানাইখালী বাসস্ট্যান্ড এলাকায় বাস মিনিবাস মালিক সমিতির সেক্রেটারী এহিয়া চৌধুরীর আকিব ঢাকা কোচ কাউন্টারে গিয়ে অস্ত্র উচিয়ে তার ছেলে আকিবকে হুমকি দেয়। এ ঘটনার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে তাৎক্ষনিকভাবে পরিবহন শ্রমিকরা শহরের ভবানীগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে। এসময় নাটোর বাস মিনিবাস মালিক সমিতি বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। এতে কিছু সময় বাস চলাচল বন্ধ হয়ে যায়। বিকেলে শহরের বাইপাস সড়কে সীমিত আকারে বাস চলাচল শুরু করে। পরে নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতি সারা দেশের সঙ্গে বাস চলাচল বন্ধ ঘোষনা করে। এতে সারা দেশের সাথে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাতে এক জরুরী সভা শেষে বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়। ওই সংবাদ সম্মেলন থেকে পুলিশকে সন্ত্রাসীদের প্রদর্শিত অস্ত্র উদ্ধারে আগামী ২৪ জুন পর্যন্ত সময় বেধে দিয়ে বাস ধর্মঘট স্থগিত ঘোষনা করা হয়। সংবাদ সম্মেলনে বাস মালিক সমিতি নেতৃবৃন্দ ২৪ জুনের মধ্যে সন্ত্রাসীদের প্রদর্শিত উদ্ধার না হলে লাগাতার ধর্মঘট ঘোষনা করার হুঁশিয়ারী করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি প্রসান্ত কুমার পোদ্দার ,সিনিয়র সহ সভাপতি সাজেদুল ইসলাম সাগর, সহ সভাপতি আব্দুর রশীদ প্রামানিক, সেক্রেটারী এহিয়া চৌধুরী,যুগ্ম সম্পাদক মজিবর রহমান প্রমুখ।
এর আগে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

(এমআর/এএস/জুন ২২, ২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test