E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহার সীমান্তে বাংলাদেশী গরু ব্যবসায়ী আটক

২০১৭ জুলাই ২৬ ১৯:৩২:৪৯
সাপাহার সীমান্তে বাংলাদেশী গরু ব্যবসায়ী আটক

নওগাঁ প্রতিনিধি : বুধবার ভোর রাতে নওগাঁর সাপাহার সীমান্তে ভারত থেকে চোরাই পথে গরু আনতে গিয়ে মাহাবুর রহমান (৩২) নামে এক গরু চোরাকারবারীকে আটক করেছে বিএসএফ। আটক চোরাকারবারী উপজেলার কলমুডাঙ্গা হাটখোলা পাড়ার মৃত ছাদেক আলীর পুত্র।

জানা গেছে, মঙ্গলবার রাতে মাহাবুর বাংলাদেশী গরু চোরাকারবারীদের সঙ্গে চোরাই পথে গরু আনতে ভারতে যায়। গরু নিয়ে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে কলমুডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে দেশে প্রবেশের সময় ভারতের আদাডাঙ্গা ৬০ বিএসএফ ক্যাম্পের টহলরত জোয়ানরা তাদের ধাওয়া করলে অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও মাহাবুর বিএসএফের হাতে ধরা পড়ে। বিএসএফ তাকে ভারতের বামনগোলা থানায় সোপর্দ করেছে বলে মাহাবুবের পারিবারিক সূত্র জানিয়েছে।

আসন্ন কোরবানী ঈদকে সামনে রেখে উপজেলার এক শ্রেণীর চোরাকারবারী ভারত থেকে গরু আনতে মরিয়া হয়ে উঠেছে। অচিরেই এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া না হলে ভবিষ্যতে সীমান্তে হত্যার মত ভয়ংকর ঘটনাও ঘটতে পারে বলেও স্থানীয় সচেতনমহল মনে করছেন। উল্লেখ্য, গত ১ সপ্তাহে ধারাবাহিক ভাবে সাপাহার সীমান্তে অন্তত ৬জন বাংলাদেশী গরু চোরাকারবারীকে বিএসএফ আটক করেছে।

(বিএম/এএস/জুলাই ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test