E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নকলা উপজেলা নির্বাচন

‘মাইনষের অহন ভোট দেওয়ার আগ্রহ নাই’

২০১৪ জুন ২৬ ১৮:০৫:২৮
‘মাইনষের অহন ভোট দেওয়ার আগ্রহ নাই’

শেরপুর প্রতিনিধি : সংসদ নির্বাচনও ইবার জমে নাই, ইডাও জমে নাই। মানইনষে কেরে ভোট দিবো। পাশ করার পওে ট্যাহা ছাড়া কারো কাছে কাম অয়না। তাই মাইনষের অহন ভোট দেওয়ার আগ্রহ নাই। নারায়নখোলা গ্রামের ভ্যানচালক বেলাল উদ্দিন (৪২) নকলা উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার কারণকে এভাবেই উল্লেখ করেন। আব্দুল কাদির নামে (৪৫) আরেক সাধারণ ব্যবসায়ী বলেন, ‘কেন্ডিটেটেরা (প্রার্থী) আগে বাড়ি বাড়ি যাইতো। ভোট চাইতো। অহন বাজারে চা স্টল খুইল্লা খালি নেতাগরে নিয়া অইনো আত (হাত) মিলা

ভোটিই চাইনা, তে কিবাই মাইনষে ভোট দিবো।’ শেরপুরের নকলা উপজেলা নির্বাচনে ২৬ জুন বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি। ভোট নিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের মাঝেও তেমন কোন আগ্রহ লক্ষ্য করা যায়নি। ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। দুই একজন করে ভোটারকে কেন্দ্রে হাজির হতে আর ভোট দিয়ে চলে যেতে দেখা গেছে। সকাল ৮ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১৪ টি কেন্দ্র পরিদর্শন করে গড়ে ২০ থেকে ২৫ শতাংশ ভোট পড়তে দেখা যায়।

নকলা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০ টার দিকে তানজিনা আক্তার নামে উকিল পট্টি মহল্লার এক মহিলা ভোটর জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে গেলেও ভোটার তালিকায় নাম না থাকায় তিনি ভোট দিতে পারেননি। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মতিউর রহমান জানান, তার আইডি কার্ড ঠিক আছে। কিন্তু ভোটার তালিকায় নাম পাওয়া যাচ্ছেনা। এসময় ওই কেন্দ্রে ৭টি বুথে ৪ হাজার ৩২০ টি ভোটের মধ্যে মাত্র ৪২২ টি ভোট পড়তে দেখা যায়। সকাল ১১ টার দিকে ক্যাজাইকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৩১৯ বোটের মধ্যে ৫২০ টি ভোট পড়েছে বলে জানান প্রিসাইডিং অফিসার মিজানুর রহমান। দুপুর ১২ টার দিকে নারায়নখোলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডং অফিসার রোকনুদ্দিন জানান, ৪ হাজার ২৬৪ ভোটের মধ্যে ভোট পড়েছে ওই সময় পর্যন্ত শতকরা প্রায় ২৫ শতাংশ। দুপুর সাড়ে বারোটার দিকে চর মধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৮৪৫ ভোটের মধ্যে মাত্র ৩৪৪ ভোট পড়ে এবং একটায় চন্দ্রকোনা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৪৮৭ ভোটের মধ্যে মাত্র ৪২৮ টি ভোট পড়ে।

এদিকে, নির্বাচনের মাঠে ৫০০ পুলিশ, ৯০ জন বিজিবি, ৭১ জন সেনা সদস্য, ৫৯ জন্য র‌্যাব ও ৭৭৬ জন আনসার সদস্য এবং ১০ জন ম্যাজিস্টেটের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হওয়ায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ জানা যায়নি।

রিটার্নিং অফিসার ও শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. হায়দার আলী জানান, নকলা উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। সার্বিক মনে হয়েছে শতকরা ৫০ থেকে ৬০ শতাংশ ভোট কাস্ট হতে পারে।

নকলা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯ ইউনিয়ন ও একটি পৌরসভার মোট মোট ৬৩ টি কেন্দ্রে বুথ সংখ্যা ছিল ২৮৩ টি।
(এইচবি/এএস/জুন ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test