E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুলিশে সোপর্দ করার পর ছেড়ে দেয়ার অভিযোগ

গোবিন্দগঞ্জে জনতার হাতে ৩ ভুয়া ডিবি আটক

২০১৭ আগস্ট ১৪ ১৬:৪৫:১২
গোবিন্দগঞ্জে জনতার হাতে ৩ ভুয়া ডিবি আটক

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের পাটোয়া নাকাইয়ে ব্যাটারি চালিত আটোতে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ৩ অপহরণকারিকে স্থানীয় জনতা আটক করে। এসময় আদাদের হাত থেকে এনামুল নামের এক অপহতকে উদ্ধার করে। পরে অপহিতসহ স্থানীয় আটক ৩ অপহরনকারিকে পুলিশে সোপর্দ করলেও পুলিশ তাদের ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসি মানববন্ধন ও বিক্ষোভ করেছে। অপহিত এনামুল হকের বাড়ী সিরাজগঞ্জে। সে আনোয়ার সিমেন্ট কোম্পানির পরিবেশক হিসাবে গোবিন্দগঞ্জে কর্মরত আছেন। অপহরণকারিরা হলো ওই ইউনিয়নের ধান খুনিয়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে ওয়ারেছ (২০), একই গ্রামের রানা প্রধানের ছেলে সোহেল প্রধান ও গাইবান্ধার খামার টেংগুরজানি গ্রামের দেলোয়ারের ছেলে মোশারফ হোসেন।

স্থানীয়রা জানান, গত ১১ আগষ্ট শনিবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দগঞ্জ থেকে আনোয়ার সিমেন্ট কোম্পানির পরিবেশকে অপহরণ করে ব্যাটারি চলিত অটোতে নিয়ে যাচ্ছিল স্থানীয় কয়েকজন যুবক। ব্যাটারি চালিত অটোরিক্সাটি নাকাইহাট ইউনিয়ানের পাটোয়া নাকায় পৌছিলে স্থানীয় গ্রামবাসির সন্দেহ হলে তারা অপহরণকারিদের অটোরিক্সা থামাতে বলে।

এসময় অটোরিক্সায় থাকা হাত পা বাঁধা মুখে কসটেপ লাগানো অপহিত ব্যক্তি সম্পর্কে জানতে চাইলে অপহরণকারিরা নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেয়। তাদের কথায় গ্রামবাসির সন্দেহ হলে তারা অপহরণকারিদের চ্যালেঞ্জ করে। এসময় সুযোগ বুঝে অটোরিক্সা থেকে দুজন পালিয়ে গেলেও স্থানীয়রা ৩ জনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে স্থানীয়রা অপহিত এনামুলসহ অপহরনের সাথে জড়িত ৩ জনকে পুলিশে সোপর্দ্দ করে। পরে থানায় নিয়ে এসে অপহরণকারীদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

(এইচআইবি/এসপি/আগস্ট ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test