E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাপাহারে দুর্নীতি দমন কমিশন বাস্তবায়নে সততা স্টোরের উদ্বোধন

২০১৭ সেপ্টেম্বর ১৩ ১৯:২১:০০
সাপাহারে দুর্নীতি দমন কমিশন বাস্তবায়নে সততা স্টোরের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি : বুধবার বেলা ১১টায় সাপাহার সরকারী বলিকা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন রাজশাহীর বাস্তবায়নে “সততা স্টোর”  উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ফাহাদ পারভেজ বসুনীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ‘সততাই সর্বোৎকৃষ্ট পন্থা’ একথার ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল হক মাষ্টার, সাধারণ সম্পাদক শ্রী অধির চন্দ্র মন্ডল, সাপাহার বাজার বণিক সমিতির সভাপতি মোঃ মতিউর রহমান মতি, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, জামাননগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেন প্রমুখ।

বক্তব্য শেষে অতিথিরা বিদ্যালয়ের একটি রুমে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের জন্য একটি সততা চর্চায় দোকানদার বিহীন খাতা, কলম, ঝালমুড়িসহ প্রয়োজনীয় জিনিস পত্রের একটি সততা স্টোর নামে একটি দোকান উদ্বোধন করেন। এসময় ওই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

(বিএম/এএস/সেপ্টেম্বর ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

২১ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test