E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষায় গোলটেবিল আলোচনা

২০১৭ সেপ্টেম্বর ১৯ ২৩:২৮:৪৩
সাতক্ষীরায় সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষায় গোলটেবিল আলোচনা

সাতক্ষীরা প্রতিনিধি : সংবিধানের অষ্টম সংশোধনী বাতিল করে বাংলাদেশের অসাম্প্রদায়িক চিন্তা ধারার বিকাশ ঘটাতে হবে। রাজনীতিতে ধর্মের ব্যবহার বন্ধ করতে হবে। সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যমত গড়ে তুলতে হবে। অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন সহজ করে সংখ্যালঘুদের জমি ফিরিয়ে দিয়ে রাষ্ট্রীয়ভাবে দখল করিয়ে দিতে হবে। মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত সংখ্যালঘুর মানবাধিকার সুরক্ষায় আমাদের করণীয় গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

সুনাম এর সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক অ্যাড. সোমনাথ ব্যানার্জীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাতক্ষীরাকমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জাতীয় পার্টির সাতক্ষীরা শাখার সভাপতি শেখ আজাহার হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, দিবা নৈশ কলেজের অধ্যাপক সাংবাদিক আনিছুর রহিম, সাংবাদিক রঘুনাথ খাঁ, শরিফুল্লাহ কায়সার সুমন, সুনামের সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. নাজমুন্নাহার ঝুমুর, মানবাধিকার কর্মী লুইস রানা গাইন, টিআইবি’র এরিয়া ম্যানেজার আবুল ফজল মোঃ আব্দুল আহাদ, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, সহসভাপতি গোষ্ট বিহারী মণ্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাধু, শারীর সমন্বয়কারি রঞ্জন বকশী নুপু, ডাঃ সুশান্ত কুমার ঘোষ প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।

(আরকে/এএস/সেপ্টেম্বর ১৯, ২০১৭)




পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test