E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শফি আহমেদ চৌধুরীকে বিএনপি থেকে বহিষ্কার

২০২১ জুন ১৯ ২৩:১৫:২৮
শফি আহমেদ চৌধুরীকে বিএনপি থেকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার : দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমেদ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক শফি আহমেদ চৌধুরীকে জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে।

দলের সিদ্ধান্ত ও শৃঙ্খলা অমান্য করার প্রেক্ষিতে গত ১৫ জুন শফি আহমেদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। নোটিশের জবাবে তার বক্তব্য গ্রহণযোগ্য ও সন্তোষজনক হয়নি। তাই তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, সিলেট-৩ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরীকে কারণ দর্শানোর জন্য শোকজ করে কেন্দ্রীয় কমিটি। গত ১৫ জুন রাতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় শোকজ নোটিশে তাকে তিনদিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়।

শুক্রবার (১৮ জুন) লিখিতভাবে ওই নোটিশের জবাব দেন শফি আহমদ চৌধুরী। এতে তিনি বলেন, ‘জনগণের চাপে’ তিনি নির্বাচন করছেন।

(ওএস/এসপি/জুন ১৯, ২০২১)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test