E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সংসদ নির্বাচনের মতো উপজেলা ভোটও জনগণ বর্জন করবে’

২০২৪ মে ০৮ ১২:৪৯:০৪
‘সংসদ নির্বাচনের মতো উপজেলা ভোটও জনগণ বর্জন করবে’

স্টাফ রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, দেশের জনগণ যেভাবে ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করেছে ঠিক একইভাবে আগামীকাল থেকে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনও বর্জন করবে।

মঙ্গলবার (৭ মে) রাজধানীর বনানী এলাকায় উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণকালে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছে, তাদের অধীনে নির্বাচনগুলো হচ্ছে প্রহসনের ডামি নির্বাচন। এই ডামি নির্বাচনে দেশের জনগণ অংশ নেবে না।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিএনপির এ জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব বলেন, উপজেলা নির্বাচন যে চার দফায় হবে এই নির্বাচন আপনাদের আত্মীয়-স্বজন যারা যেখানে আছে সবাইকে বর্জন করার জন্য আহ্বান করবেন।

রিজভী বলেন, আগামীকাল থেকে ১৪১টি উপজেলায় আবারও জালিয়াতির প্রহসনের ডামি নির্বাচন করছে সরকার। এই ডামি নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না। যে নির্বাচনে ভোটারদের কোনো অধিকার নেই সেটি আবারও করতে যাচ্ছেন ডামি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের একজন উপজেলা চেয়ারম্যান ১০০ বিঘার ওপরে জমি করেছে মাত্র দুই মেয়াদে ক্ষমতায় থেকে, নিউজে এসেছে। অনেকেই ১২ হাজার গুণ ১৮ হাজার গুণ সম্পত্তি করেছে। এ কারণে জনগণকে বাদ দিয়ে বিরোধী দলের অংশগ্রহণকে বাদ দিয়ে পাতানো নির্বাচন করতে চাচ্ছে। কিন্তু জনগণ এই নির্বাচন মানে না। জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। গণতন্ত্রকামী কোনো রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নিচ্ছে না।

লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন প্রমুখ।

(ওএস/এএস/মে ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test